সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ
- আপডেট সময় : ১১:২৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আরবি এবং চাঁদের হিসাব অনুযায়ী সৌদি আরবে পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে আগামী ১৬ জুন। গতকাল ৬ জুন বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে এই ঘোষণা দিয়েছেন।
গত দুইদিন আগে মুসলিম দেশ সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে জনমনে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়। আরব আমিরাতের ও মধ্যপ্রাচ্যের কিছু সংবাদ মাধ্যম বিভিন্ন খবর প্রকাশ করতে থাকে যে সৌদি আরবে জিলহজ হজ মাসের চাঁদ দেখা যায়নি। আবার এর অল্প সময় পরেই সৌদি আরবের হাল হারিকে বাস করা এক বাসিন্দা জিলহজ মাসের চাঁদ দেখতে পেয়েছেন বলে দাবি করেন।
তারপর জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে জনমনের সকল বিভ্রান্তির দূর করতে দেশটির সুপ্রিম কোর্ট অনুসন্ধান করে জিলহজ মাসের চাঁদ দেখতে পায়। তারপর তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।
সে হিসাব অনুযায়ী সৌদি আরবে ঈদুল আযহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জিন। আমরা বাংলাদেশিরা চাঁদ দেখা এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের জন্য সৌদি আরব কে অনুসরণ করে থাকি। সাধারণত সৌদি আরবে যেদিন ঈদ সংঘটিত হয় বাংলাদেশে তারপরের দিন ঈদ অনুষ্ঠিত হয়। যেহেতু সৌদি আরবের জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে এবং এটি জাতীয়ভাবে ঘোষণা করা হয়েছে তাই বাংলাদেশ ঈদুল আযহা বা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জুন সোমবার।
সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ
প্রতিবারই বাংলাদেশের মানুষ জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদের তারিখ নিয়ে কিছুটা বিভ্রান্তিতে ভোগেন। যদিও মিশরীয় চাঁদ দেখা কমিটির বরাত বাংলাদেশে ১৭ জুন ঈদুল আযহা বা কোরবানির ঈদ সংঘটিত হওয়ার সম্ভাবনার সবচাইতে বেশি ছিল আর এখন সেই সম্ভাবনা নিশ্চয়তায় রূপান্তরিত হলো।
সৌদিতে জিলহজ মাসের চাঁদ যেহেতু দেখা গেছে এবং বাংলাদেশে ১৭ জুন ঈদুল আযহা বা কোরবানির ঈদ সংঘটিত হবে তাই বিভিন্ন প্রতিষ্ঠান ঈদের ছুটি শুরু হবে আগামী ১৪ জুন শুক্রবার হতে। এবারের ঈদের সরকারি ছুটি নির্ধারণ করা হয়েছে ১৪, ১৫, ১৬ ও ১৭ জুন। তবে সরকারি ভাবে এখনো ঘোষণা আসেনি। এই বন্ধ কিছুটা পরিবর্তন হলেও হতে পারে।
সৌদিতে ঈদুল আযহা বা কোরবানির ঈদ কবে হবে এবং বাংলাদেশে কবে হবে সেটা তো আপনারা জানলেন। পবিত্র এই জিলহজ্ব মাসকে ঘিরে বিশেষ আমল এবং রোজা রয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম নয় দিন রোজা পালন করতেন।
এই জিলহজ মাসের রোজায় রয়েছে বিশেষ ফজিলত এবং সওয়াব। আপনারা যদি জিলহজ মাসের এই রোজা সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে এখানে প্রবেশ করুন।
সৌদি আরবের জিলহজ মাসের চাঁদ দেখা দিয়েছে এবং সৌদি আরবে ঈদুল আযহা সংঘটিত হবে আগামী ১৬ জুন।