কেমন হবে আগামী কয়েক দিনের আবহাওয়া
- আপডেট সময় : ০৩:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে আগামীকাল ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝড় এবং বৃষ্টি। এমনটি জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অফিস। সেই সাথে হতে পারে বজ্রপাত এবং মুষলধারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েক দিন ঢাকা, ফরিদপুর, বরিশাল, কক্সবাজার ও সিলেট সহ বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে ঝড় এবং বৃষ্টি বয়ে যেতে পারে। সেই সাথে এসব এলাকার সাথে সংশ্লিষ্ট নদী বন্দর গুলোতে ১ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
উক্ত ঝড় এবং বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে বলে আশা করা যায়। এছাড়া দেশের পূর্ব দিকের অঞ্চলগুলোতে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং অন্যান্য জায়গায় অপরিবর্তিত থাকতে পারে। সেই সাথে রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।
আজ ১৯ মে রবিবার দেশের উত্তরাঞ্চলগুলোতে বেশ বৃষ্টিপাত হয়েছে। ফলে জনজীবনে নেমে এসেছে কিছুটা স্বস্তি। এ ধরনের বৃষ্টিপাতের ফলে ফসলের ভালো ফলন হবে বলে আশা করছেন কৃষি কর্মকর্তা ও কৃষকরা।
কেমন হবে আগামী কয়েক দিনের আবহাওয়া
রংপুর ছাড়াও রাজশাহী, নোয়াখালী ও কক্সবাজার এলাকার উপর দিয়ে কিছুটা তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। যার কারণে সে সকল এলাকার মানুষ তীব্র গরমের মুখোমুখিতে বেশ অস্থিতে আছে।
আগামী কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, দেশের বিভিন্ন অঞ্চলের ঝড় হওয়ার সহ্য বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা খুব বেশি কমবে না।
দেশে বৃষ্টিপাত হলেও বাতাসে আদ্রতার কারণে ভ্যাপসা গরম বৃদ্ধি পেতে পারে। আগামী ২১ মে মঙ্গলবার ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে অনেক এলাকায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে। ঢাকা এবং সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে।
আজকের এবং আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তো জানলেন। এ সময় গুলিতে কিছুটা বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কমার খুব বেশি সম্ভাবনা নেই। ইতিমধ্য দেশের কয়েক দফায় জারি করা হয়েছিল হিট এলার্ট। শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। তীব্র গরমে অসুস্থ হয়ে অনেক মানুষ মারা গিয়েছেন। তাই গরমে নিজেকে সুস্থ রাখতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। সেই সাথে পরিবারের বয়স্ক এবং শিশুদের বেশি করে যত্ন নিন।