ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪
- আপডেট সময় : ১২:৩৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
তীব্র গরমে আমাদের সবচাইতে কাছের বস্তুটি হলো চার্জার ফ্যান। গরমের তীব্রতার সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। তাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে চার্জার ফ্যানের চাহিদা। বাজারে বিভিন্ন দামে অনেক ভালো ভালো ব্র্যান্ডের চার্জার ফ্যান পাওয়া যায়। তবে সবার পছন্দের শীর্ষে রয়েছে ওয়ালটনের চার্জার ফ্যান। অনেকেই আমার কাছে ওয়ালটন চার্জার ফ্যানের দাম জানতে চেয়েছেন। আপনি যদি এই সম্প্রতি তীব্র গরমে চার্জার ফ্যান কেনার কথা ভেবে থাকেন তাহলে এই লেখাটি আপনাকে অনেক সাহায্য করবে।
ওয়ালটন চার্জার ফ্যানের দাম কেমন?
আপনি ১৭০০ টাকা বাজেট থেকে ১০ হাজার টাকার মধ্যে ওয়ালটনের অনেক চার্জার ফ্যান পাবেন। আপনি যদি একা ব্যবহার করার জন্য একটি চার্জার ফ্যান নিতে চান তাহলে ওয়ালটনের WRTFF14B মডেলের ফ্যানটি ক্রয় করতে পারেন। ওয়ালটনের এই চার্জার ফ্যানটিতে রয়েছে ১৪ ইঞ্চি পাখা। সেই সাথে ৫ থেকে ৭ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন। ফ্যানটির দাম পড়বে ৪ হাজার ৩৯০ টাকা।
আপনার বাসায় ছোট শিশু কিংবা পরিবারের ২/৩ জনের জন্য একটি চার্জার ফ্যান নিতে চাইলে ৬ হাজার ৬৯০ টাকা দামের W17OA-AS মডেলের চার্জার ফ্যানটি নিতে পারেন। এই ফ্যানটিতে ১৭ ইঞ্চি পাখা থাকায় বেশ জায়গা জুড়ে বাতাস দিতে পারে। বাড়তি সুবিধা হিসেবে এই ফ্যানটিতে রয়েছে এলইডি লাইট।
তীব্র গরম এবং লোডশেডিং এ রাতে ভালোভাবে ঘুমানোর জন্য ওয়ালটনের এই ফ্যানটি আপনার জন্য সবচাইতে ভালো চয়েস হবে।
ওয়ালটন চার্জার ফ্যানের দাম ২০২৪
তাছাড়া ওয়াৱটনেে স্ট্যান্ড ফ্যানও রয়েছে যেগুলো আপনি অফিস কিংবা ব্যবসায়ের প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারেন। ওয়ালটনের চার্জার ফ্যান গুলি দেখতে বেশ আকর্ষণীয় এবং শক্তিশালী। সেই সাথে কোম্পানির পক্ষ থেকে রয়েছে অনেকের সুবিধা। তাছাড়া আপনি চাইলে রিমোর্ট কন্ট্রোল সুবিধা সংবলিত ওয়ালটন চার্জার ফ্যান কিনতে পারেন। তবে কেনার আগে অবশ্যই রিমোটের ব্যাপারে কথা বলে নিবেন।
তীব্র গরমে দিশেহারা দেশের মানুষ। সামান্য স্বস্তির আশায় কষ্ট করে হলেও বেশি বাজেটে মানুষ একটি ভালো চার্জার ফ্যান কিনতে চায়। সেই দিকগুলো বিবেচনা করে ওয়ালটনের চার্জার ফ্যান আপনার জন্য ভ্যালু ফর মানি হবে। তবে আপনার কতটুকু বড় কিংবা প্রয়োজন অনুসারে কোন ফ্যানটি সবচাইতে বেশি উপযোগী হবে সেটি ভালো করে যাচাই করে নিবেন।
সেই সাথে চেষ্টা করবেন ওয়ালটন কোম্পানির অনুমোদিত শোরুম থেকে ওয়ালটন চার্জার ফ্যান কেনার। বাইরে থেকে কিনতে গেলে অতিরিক্ত দাম দাবি করতে পারে।