আজকের আবহাওয়া খবর
- আপডেট সময় : ০৪:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গত রবিবার থেকে বৃষ্টি এবং ঝড়ো আবহওয়ার কারণে দেশে কিছুটা ঠান্ডা ছিল। আজকের আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের কারণে দেশের তাপমাত্রা কমে আসে। যদিও ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশজুড়ে নেমে এসেছিল ভীষণ বিপর্যয়। ঘূর্ণিঝড়ের ৩-৪ দিন কেটে গিয়েছে। দেশ জুড়ে দেখা দিয়েছে আবার তীব্র তাপ প্রবাহ। দেশজুড়ে প্রচন্ড রোদ আর অসহনীয় গরম দেখা অতিষ্ঠ জনজীবন।
আজকের আবহাওয়া খবর এ আবহাওয়াবিদ আবু হাবিব মোঃ শহিদুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, বেশি বৃষ্টি হলে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। সেই সাথে বৃদ্ধি পায় বাতাসে আদ্রর্তার পরিমাণ। আর বাতাসে আর্দ্রতার পরিমাণ যত বেশি হবে গরম তত বৃদ্ধি পাবে। আর এ ধরনের গরমে মানুষের অস্বস্তি সবচাইতে বেশি হয়।
আজকের আবহাওয়ার খবর এ ঢাকার বিগত ২৪ ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস। বরাবরের মত সারাদেশের মধ্যেও সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬.৫° সেলসিয়াস। আজকের আবহাওয়ার খবর অনুযায়ী সারা দেশ জুড়ে গরমের তীব্রতা আগামী শুক্রবার পর্যন্ত থাকতে পারে। তারপর সারা দেশে শনিবার থেকে কিছুটা বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে।
আজকের আবহাওয়া খবর
সামনে আসছে মৌসুমী বায়ু
এই তীব্র গরমের ভিতরে আজকের আবহাওয়ার খবরের একটি সুখবর হলো এবার মৌসুমী বায়ু সময়ের অনেক আগে চলে এসেছে। অন্যান্য বছরগুলোতে সাধারণত ১ জুনের মধ্য টেকনাফ উপকূল দিয়ে মৌসুমী বায়ু প্রবেশ করে। তবে আজকে আবহাওয়ার খবর এ জানা যায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে টেকনাফ উপকূলে চলে এসেছে। এতে হয়তো জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসবে।
মৌসুমী বায়ু যত সময় আগে চলে আসবে সারা দেশ জুড়ে বৃষ্টির পরিমাণ তত বাড়তে পারে বলে জানিয়েছেন বুয়েটের এক আবহাওয়াবিদ।
এদিকে ভারতের আজকের আবহাওয়ার খবর খুব বেশি সুখের নয়। দেশটিতে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। গতকাল ভারতের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৫২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা ভারতের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা। ইতিমধ্যে ভারতীয়র আবহাওয়া অফিস এত উচ্চতাপমাত্রার কারণগুলো নিয়ে কাজ করা শুরু করে দিয়েছে।
আজকের আবহাওয়ার খবর ও আগামী কয়েক দিনের তাপমাত্রা কেমন থাকবে সে সম্পর্কে আশা করি আপনাদের ধারণা হয়েছে। তবে তীব্র গরমে সুস্থ থাকতে বেশি বেশি পানি পান করুন এবং যথাসম্ভব রৌদ্রজ্বল আবহাওয়া এড়িয়ে চলার চেষ্টা করুন।
ঋণ থাকলে কোরবানি করা যাবে কিনা জানতে এখানে প্রবেশ করুন।