তানজিম সাকিবের একগাদা রেকর্ড
- আপডেট সময় : ১১:০৬:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচের শেষ ধাপে ২১ রানে নেপাল কে হারিয়েছে বাংলাদেশের টাইগাররা। বাংলাদেশের এমন জয়ের আনন্দ ঈদকে করেছে আরও বেশি আনন্দময়। একই সঙ্গে সুপার এইটে বাংলাদেশের যাত্রা নিশ্চিত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই আসরের সবচাইতে বড় অবদান তানজিম হাসান সাকিবের।
তানজিম সাকিব এবারের রেকর্ডে ৪ টি ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ টি উইকেট শিকার করেছে ২১ বছর বয়সী এই পেসার। ৪ টির মধ্য যেখানে ২ ওভারই করেছেন মেইডেন। বিশ্বের ক্রিকেট দরবারে এমন আগুন ঝরানো পরিবেশে অনেক রেকর্ড করেছেন তানজিম সাকিব।
টি-টোয়েন্টি কিংবা বিশ্বকাপে পুরো ৪ ওভার করা বাংলাদেশের পূর্ববর্তী যে কোন বোলারদের চাইতে এটি সবচাইতে কম রানের রেকর্ড। এর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের টাইগার রিশাদ হোসেন ৪ ওভারে ১ মেইডেনসহ ৭ রানে একটি উইকেট নিয়েছিলেন।
যেটি থেকে তানজিম সাকিবের রেকর্ডটি অনেক বেশি এগিয়ে। আরো মজার ব্যাপার হচ্ছে তানজিম সাকিবের ২১ বল থেকে একটি রানও নিতে পারেননি নেপালের কোন ক্রিকেটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে একটি ম্যাচে সবচাইতে বেশি ডট বলের রেকর্ড এটি তাও তানজিম সাকিবের।
তানজিম সাকিবের একগাদা রেকর্ড
এছাড়াও তানজিম সাকিবের মেইডেন করা দুইটি ওভার গড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড। বাংলাদেশের প্রথম বলার হিসেবে এবং সারা বিশ্বের ষষ্ঠ বলা হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আসরে ২ টি মেইডেন এক ম্যাচে নিয়েই রেকর্ড করলেন তানজিম শাকিব।
তানজিম সাকিব এর আগে টি-টোয়েন্টিতে এক ম্যাচে দুইটি মেইডেন করার রেকর্ড ছিল নাজমুল ইসলাম ও নাসুম আহমেদের। তৃতীয় হিসেবে তানজিম সাকিব এই রেকর্ডটি গড়েছেন।
তানজিম সাকিবের এই দারুন পারফরম্যান্সে বেশ প্রশংসা করেছেন নেপালের অধিনায়ক। তিনি বলেন, তানজিম সাকিব দারুন বোলিং করেছেন। উইকেট নেওয়ারটা খুবই চ্যালেঞ্জিং ছিল কিন্তু তিনি আমাদের একদম উড়িয়ে দিয়েছেন। সে আমাকে একবার বলেছিল বল মেরে দেখাও। আমি তাকে বলেছি যাও বল করা।
নেপালের বিপক্ষে জয়লাভ করলেও এই ম্যাচের আর বাকি সকলের পারফরম্যান্স খুশি না ক্রিকেট প্রেমীরা। কারণ টি টোয়েন্টি বিশ্বকাপে কোন দেশের বিপক্ষে সর্বনিম্ন স্কোর এটি। নেপালের দুরন্ত বোলিংয়ের সামনে বাংলাদেশের টাইগাররা মাত্র ১০৬ রানে শেষ হয়ে যায়।
সেই সাথে মোস্তাফিজ রান আউট হতেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের হয়ে রিশাদ হোসাইন মাত্র ১৩ এবং তাসকিন আহমেদ করেন মাত্র ১২ রান।
তবে শেষ পর্যন্ত তানজিম সাকিবের পারফরম্যান্স এবং বোলিংয়ে দারুন জয় এনে দিয়েছে।