টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বনাম বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:২১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শুরুর আগে লাল সবুজের গল্প লেখা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের টাইগারদের নিয়ে নিয়মিত বিভিন্ন রকমের গল্প এবং সিরিজ পোস্ট করা হচ্ছে।
আমাদের এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের গল্প সিরিজ হচ্ছে তানজিমকে নিয়ে। এর আগে তানজিম গত বছরে এশিয়া কাপে ভারতের বিপক্ষে মাঠে নেমে ছিলেন। তিনি এবার বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করছে। সেই সাথে স্বপ্ন দেখছেন বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছে। এব্যাপারে টাইগার তানজিম বলেন আমরা খুবই আত্মবিশ্বাসী তাছাড়া আমাদের দল মানসিকভাবে অত্যন্ত শক্তিশালী। আমরা চাইলে যেকোনো ক্রিকেট দলকে মাঠে হারাতে পারি। তবে তিনি যত কথাই বলেন না কেনো টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারায় দর্শকরা বেশ হতাশ।
আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী হচ্ছে দক্ষিণ আফ্রিকা, নেপাল, নেদারল্যান্ডস ও শ্রীলংকা।
টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ বনাম বাংলাদেশ
অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে তানজিম বলেন, যদি শক্তি অর্জন করতে চাও তাহলে সাকিব ভাইয়ের মত কঠিন মানসিকতা আনার চেষ্টা করো। সাকিব ভাই সকল পরিস্থিতিতেই মানসিকভাবে অনেক শক্ত থাকেন। খুব শান্ত মেজাজ এর সকল পরিস্থিতির সামাল দেন এ ব্যাপারটি আমার খুব ভালো লাগে।
আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তানজিম আরো বলেন, বিশ্বকাপে অংশগ্রহণ করা সব সময় রোমাঞ্চকর ব্যাপার। এটা সবারই লক্ষ্য থাকে যে বিশ্বকাপ খেলবে এবং জয় করবে। আমারও একই লক্ষ্য থাকবে। আমরা সবাই মিলে যেন বিজয় লাভ করতে পারি।
এদিকে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী দুই দেশ মুখোমুখি হচ্ছে। এই উপলক্ষে স্টেডিয়াম গুলোতে নিরাপত্তা অনেক বৃদ্ধি করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের কাউন্টি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের স্থানীয় গভর্নর ক্যাথি হোচুল সাংবাদিকদের কে জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি ম্যাচ যাতে সুন্দরভাবে অনুষ্ঠিত হয় সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী মাসের পর মাস কাজ করে যাচ্ছে। নিরাপত্তাই আমাদের মূল লক্ষ্য। সেই সাথে এবারের টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ যেন অনেক উপভোগ্য হয় সেটি নিশ্চিত করব আমরা।
ঈদুল আযহা বা কোরবানির ঈদ কবে হবে সে সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।