ডাচ্ বাংলা ব্যাংক থেকে মাসে ২৫০০ টাকা করে ২ বছরের জন্য বৃত্তি পাচ্ছে এসএসসি উত্তীর্ণরা
- আপডেট সময় : ০৩:২৫:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
কিছুদিন আগে প্রকাশিত হয়েছে এসএসসি এবং সমমানের রেজাল্ট ২০২৪। এসএসসিতে সকল পরীক্ষার্থী পাশ করেছে তাদেরকে ডাচ্-বাংলা ব্যাংক দিচ্ছে ২ বছরের জন্য শিক্ষা বৃত্তি। এতে করে একজন শিক্ষার্থী আগামী ২ বছর প্রতি মাসে ২৫০০ টাকা করে বৃত্তির টাকা পাবে। বৃত্তির জন্য শিক্ষার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। চলুন সেই বৃত্তি কিভাবে পাওয়া যাবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেই।
ডাচ-বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তিতে আবেদন করার শুরুর তারিখ: ১৪ মে ২০২৪ থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে।
বৃত্তির জন্য আবেদনের শেষ তারিখ: ৮ জুন ২০২৪।
ডাচ্ বাংলা ব্যাংকে বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা:
• ডাচ বাংলা ব্যাংকে শিক্ষাবৃত্তি পাওয়ার জন্য শিক্ষার্থীকে অবশ্যই এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেতে হবে।
• তবে একদম গ্রাম এলাকায় কিংবা অনগ্রসর অঞ্চলের শিক্ষার্থীদের জন্য জিপিএ কিছুটা শিথিলযোগ্য। তাদের ক্ষেত্রে এসএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ কমপক্ষে ৪.৮৩ থাকতে হবে।
এসএসসি উত্তীর্ণরা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হতে কত টাকা পাবে?
• যেহেতু এসএসসি উত্তীর্ণরা এখন এইচএসসিতে বা উচ্চমাধ্যমিকে পড়ালেখা করবে তাই এই ২ বছর তারা প্রতি মাসে ২৫০০ টাকা করে পাবে। দুই বছরে পাবে মোট ৬০ হাজার টাকা।
• প্রতিমাসের এই টাকা ছাড়াও পাঠ্য বই এবং অন্যান্য উপকরণ কিনতে প্রতিবছর ২৫০০ টাকা এবং কলেজ ড্রেস বাবদ ১ হাজার টাকা করে পাবে। অর্থাৎ ২ বছরে আরও ৭ হাজার টাকা বই এবং উপকরণ বাবদ পাবে।
ডাচ্ বাংলা ব্যাংক থেকে মাসে ২৫০০ টাকা করে ২ বছরের জন্য বৃত্তি পাচ্ছে এসএসসি উত্তীর্ণরা
ডাচ্ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি পাওয়ার অন্যান্য শর্ত:
• যে সকল এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী ইতিমধ্য অন্য কোথাও হতে বৃত্তি পাচ্ছে তারা এখান থেকে বৃত্তি পাবে না।
অনলাইনে বৃত্তির জন্য আবেদন করতে কি কি প্রয়োজন হবে?
• আবেদনকারী শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
• আবেদনকারীর মা-বাবার রঙিন ছবি- পাসপোর্ট সাইজের;
• শিক্ষার্থীর এসএসসি বা সমমানের পরীক্ষার মার্কশিট এবং প্রশংসা পত্র;
বৃত্তির জন্য কিভাবে আবেদন করবেন?
ডাচ্ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানেই আবেদনের ফরম পেয়ে যাবেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং ছবিসহ আবেদনটি অনলাইনে সম্পন্ন করতে হবে।
ওয়েব সাইটে আবেদন করা শেষ হলে একটি সিলেকশন লেটার দেওয়া হবে। সেটি প্রিন্ট করে ডাচ-বাংলা ব্যাংকের যেকোনো শাখায় আগামী ১৩ জুন ২০২৪ থেকে ৯ জুলাই ২০২৪ তারিখের মধ্যে উপস্থিত হতে হবে। বাকি দিকনির্দেশনা ব্যাংক থেকে দিয়ে দেওয়া হবে।