এক ধাক্কায় সাকিব আল হাসান নামলেন ৫ নম্বরে
- আপডেট সময় : ১১:২২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ সাকিব আল হাসানের জন্য এক দুঃখজনক সংবাদ বয়ে আনলো। ইতিমধ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান দুটি ম্যাচ খেলেছেন। ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই ব্যর্থ এবার। দুটি ম্যাচে বল করে পাননি কোন উইকেট এবং ব্যাট করে একটি ম্যাচে করেছেন ৮ রান এবং অপর একটি ম্যাচে করেছেন ৩ রান।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য এরকম পারফরম্যান্স খুবই লজ্জাজনক। এই ঘটনায় সাকিব আল হাসানকে ক্রিকেট ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের বিরেন্দর শেবাগরা।
এত সকল হতাশার মধ্যে আবার দুঃসংবাদ বয়ে আনলো আইসিসি ক্রিকেটের রেংকিং। যেখানে সেরা পারফরমেন্সের রেকর্ডটা নিজে ধরে রেখেছিলেন সেটি এখন অন্য কারো হাতে চলে যাচ্ছে। আইসিসির রাঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো পজিশন হারিয়েছেনই সেই সাথে এক ধাক্কায় চলে গেছেন ৫ নম্বরে।
সাকিব আল হাসানকে পিছনে ফেলে সেরা তালিকায় উঠে এসেছে আফগানিস্তানে ৩৯ বছর বয়সে অলরাউন্ডার মোহাম্মদ নবি। এরপরে আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টোয়নিস, ৩ নম্বর পজিশনে আছেন শ্রীলংকার ক্যাপ্টেন ওয়ানিন্দু হাসারাঙা, সেই সাথে ৪ নম্বরে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। আর শাকিব আল হাসান রয়েছেন ৫ নম্বরে।
এক ধাক্কায় সাকিব আল হাসান নামলেন ৫ নম্বরে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে প্রস্তুতি ম্যাচে সাকিব আল হাসান শীর্ষস্থান হারিয়েছিলেন শ্রীলংকার ওয়ান হিন্দু হাসারাঙ্গার কাছে। কিন্তু বিশ্বকাপ শুরু হয়ে ১১ দিন যেতে না যেতে সাকিব আল হাসানের পজিশন চলে গেল ৫ নম্বরে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তান ক্রিকেট টিম এখনো অপরাজিত অবস্থায় আছে। তারা ইতিমধ্য উগান্ডাকে হারিয়েছে। তারপর তারা নিউজিল্যান্ডের সাথে রীতিমত ভালো ম্যাচ খেলেছে। দুইটি ম্যাচে অপরাজিত হয়ে শেষ ম্যাচে ১৬ রান দিয়ে ২ টি উইকেট নেয় মোহাম্মদ নবী।
বিগত ম্যাচগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, আইসিসি র্যাংকিংয়ে যারা প্রথম দিকে আছে তারা যে আহামরি পারফরম্যান্স করেছে ব্যাপারটি তা নয়। সাকিব আল হাসানের বাজে পারফরম্যান্স করার কারণেই তারা মূলত শীর্ষস্থানে আসার সুযোগ পেয়েছে। এমনটিই সমালোচনা করছে ক্রিকেট প্রেমীরা। সেই সাথে অনেকে ক্রিকেট সমালোচকরা বলছেন সাকিব আল হাসানের এখন উচিত অবসর নেওয়া।
একজন সিনিয়র ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসানের কাছ থেকে এরকম পারফরম্যান্স কেউই আশা করেনি।
আশা করি খুব শীঘ্রই বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তাঁর শীর্ষস্থানীয় জায়গাটি পুনরায় দখল করে নেবে।
এসি কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য।