সাকিবের শেষ বিশ্বকাপ
- আপডেট সময় : ০৩:২৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
এটাই কি তবে সাকিবের শেষ বিশ্বকাপ? টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকেই খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবগুলো আসরে অংশগ্রহণ করেছেন তিনি। সব মিলিয়ে সাকিব আল হাসান টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ উপভোগ করেন। তবে এটাই কি হবে তার ক্যারিয়ারের সর্বশেষ বিশ্বকাপ চলুন জেনে নেই তার কাছ থেকে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক ভিডিওতে এই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখানে তিনি বলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ মূলত ওয়ান ডের ই একটি সংস্করণ। ওভার কাটলে যেমনটা হতো ঠিক সেরকমই তবে অনেক রোমাঞ্চকর। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দর্শক অনেক পছন্দ করে। আমি সব সময় একটা জিনিস মনে করি যেখানে ব্যাট ও বলের যেন সমান প্রতিযোগিতা থাকে। ঠিক তেমনটাই আমি পাই টি-টোয়েন্টি বিশ্বকাপে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরের আয়োজক দেশ আমেরিকা। আমেরিকাতে অনেক বাঙালি ক্রিকেটপ্রেমী দর্শক আছে। সাকিব আল হাসানের বিশ্বাস তারা আমাদেরকে উৎসাহ দিতে মাঠে আসবেন। তাদের এই উৎসাহ আমাদের অনেক কাজে আসবে এবং আমরা অবশ্যই ভালো ফলাফল করব।
সাকিবের শেষ বিশ্বকাপ
সাকিব আল হাসান আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে আরো বলেন, আমার নামের পাশে আমি কিছুই দেখতে চাই না। আমি শুধু একটা জিনিসই চাই সেটি হলো বাংলাদেশের হয়ে আমি যেন ভালো একটা অবদান রাখতে পারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে সাকিব আল হাসান বলেন, টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের শুরু থেকে এখন পর্যন্ত যে কয়েকটি আসর অনুষ্ঠিত হয়েছে সবগুলোতেই আমি খেলতে পেরেছি।। এটা অত্যন্ত আনন্দের এবং একইসাথে ভালো লাগার। কারণ আমি তো দেশের প্রতিনিধিত্ব করেছি।
সাকিব আল হাসানের এটাই শেষ বিশ্বকাপ কিনা সে ব্যাপারে তিনি বলেন, আমার আশা রয়েছে আরেকটি বিশ্বকাপ খেলার। আমি এবং রোহিত শর্মা মাত্র দুইজন ক্রিকেটার যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করেছি। আশা করি সামনে আরো একটি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারব। সেই সাথে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স টা যেন অনেক ভালো থাকে।
আমরা জানি সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন। এর ফলে তিনি উইকেটে বাড়তি কোনো সুযোগ-সুবিধা পাবেন কিনা এ ব্যাপারে বলেন, যুক্তরাষ্ট্র আমার সেকেন্ড হোম কিন্তু হোম এডভান্টেজ বলে কিছু পাব কিনা সেটা বলা মুশকিল।
মোবাইল দিয়ে ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে পারবেন সেটা জানতে এখানে প্রবেশ করুন।