শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১ সপ্তাহ কমতে পারে
- আপডেট সময় : ০২:২০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৮৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ছুটি ১ সপ্তাহ কমতে পারে। মূলত এবারের গ্রীষ্মকালীন ছুটি সংক্ষিপ্ত হওয়ার কথা বলা হয়েছে। সেই সাথে ঈদুল আযহা বা কোরবানির ঈদের ছুটির পরেই সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা হতে পারে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটি মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে।
বিভিন্ন স্কুল-কলেজের সিলেবাস অনুযায়ী এবারের পবিত্র ঈদুল আযহা এবং গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে গত ১৩ জুন বৃহস্পতিবার থেকে। যেই ছুটি বহাল থাকার কথা ছিল আগামী জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত। কিন্তু ঈদের পরের সপ্তাহেই শিক্ষা প্রতিষ্ঠান গুলি খুলে দেওয়ার ঘোষণা আসতে পারে। অর্থাৎ আগামী জুলাই মাসের ২ তারিখ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে না।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কেন ১ সপ্তাহ কমানো হবে সেই কারণ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় বলেছে, বিগত বছরের গুলোর তুলনায় এবাবের পাঠকার্যক্রম সারা বছরব্যাপী কিছুটা কমেছে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান গুলো যদি শনিবারে বন্ধ থাকে তাহলে এমনিতেই কর্ম দিবস অনেক কমে যাবে।
তাছাড়া এবছরের শুরুর দিকে অর্ধ বার্ষিক পরীক্ষার আগেই রোজার ঈদ, কোরবানির ঈদ, হিট অ্যালার্ট ইত্যাদি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল। যার কারণে শিক্ষার্থীদের নির্ধারিত সময় সিলেবাস শেষ করা সম্ভব হচ্ছে না। অন্যান্য বছরগুলোতে এই সকল ছুটি গুলোর মধ্যেও কিছু অর্ধবার্ষিকী পরীক্ষার পরে দেওয়া হয়। কিন্তু এবছর অর্ধ বার্ষিক পরীক্ষার আগেই অনেক দিন ছুটি ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১ সপ্তাহ কমতে পারে
তাই এবারের দেওয়া গ্রীষ্মকালীন ছুটি হতে ১ সপ্তাহ কমিয়ে ঈদের ছুটি শেষ হবার পরের সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হতে পারে।
আমরা জানি আগামী ৩০ জুন হতে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার এইচএসসি পরীক্ষার সময়ও স্কুল এবং কলেজ গুলোতে ক্লাস কার্যক্রম চলবে। যেদিন এইচএসসি পরীক্ষা থাকবে সেদিন ক্লাস হবে পরীক্ষা শেষে। আর যেদিন এইচএসসি পরীক্ষা থাকবেনা সেদিন ক্লাস হবে যথারীতি নিয়মে।
আবার স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো শনিবারেও বন্ধ থাকবে। এত সকল কারণ বিবেচনা করে শিক্ষার্থীদের যথাসময়ে পরীক্ষা এবং সিলেবাস শেষ করার লক্ষ্যে গ্রীষ্মকালীন ছুটি ১ সপ্তাহ কমতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
যেহেতু ঈদুল আযহা এবং কোরবানির ছুটি এখনো শেষ হয়নি। তাই কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হবে সে ব্যাপারে ঘোষণা খুব শীঘ্রই দেওয়া হবে।