এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলে ক্লাস চলবে
- আপডেট সময় : ১০:২৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুন ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের বোর্ড পরীক্ষা। এবার এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলে ক্লাস খোলা থাকবে। আমরা বিগত বছর গুলোতে দেখেছি এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস গুলো বন্ধ থাকে। কিন্তু এবার এসেছে ভিন্ন রকম একটি সিদ্ধান্ত।
আজ ১১ জুন মঙ্গলবার ২০২৪ তারিখে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত হয়। এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাস খোলা নিয়ে ওই বিজ্ঞপ্তিটি শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রধানদের কাছে পাঠানো হয়।
উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ জুন রবিবার থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল এবং কলেজ একসাথে রয়েছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাস চলবে।
এক্ষেত্রে যেদিন এইচএসসি পরীক্ষা থাকবে সেদিন পরীক্ষা শেষে যথারীতি ক্লাস চলবে। এবং যে সকল দিনে এইচএসসি পরীক্ষা নেই সেই সকল দিনগুলোতে পূর্বের নিয়মে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল শ্রেণী কার্যক্রম চলবে।
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে স্কুলে ক্লাস চলবে
পরীক্ষা চলাকালীন সময়ে ক্লাস কার্যক্রম সঠিকভাবে পরিচালনায় যাতে কোন বিঘ্ন সৃষ্টি না হয় সেই ক্ষেত্রে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। বিষয়টি অতি জরুরি বলেও উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তারমানে এবার শিক্ষার প্রতিষ্ঠানগুলো এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বন্ধ থাকছে না। তবে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টার গুলো খোলা থাকবে কিনা এ ব্যাপারে উক্ত বিজ্ঞপ্তিতে কোন ঘোষণা উল্লেখ নেই।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবিতে বেশ কিছু শিক্ষার্থী আন্দোলন করেছে। কিন্তু উচ্চশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সাড়ক দেয়নি। সারা বাংলাদেশের যথারীতি ৩০ শে জুন ২০২৪ তারিখ হতে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। সেই সাথে তোমরা যারা ভাবছিলে এইচএসসি পরীক্ষার সময় ক্লাস বন্ধ থাকবে তাদের আশায় গুড়ে বালি। এইচএসসি পরীক্ষার সময় যথারীতি ক্লাস খোলা থাকবে তবে সেটি পরীক্ষা শেষ হওয়ার পর থেকে শুরু হবে।
ঈদুল আযহা বা কোরবানির ঈদ উপলক্ষে ফ্রিজে মাংস রাখার নিয়ম সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।