পুষ্পা ২ Pushpa 2 সিনেমার রিলিজ আবার পিছিয়ে যাচ্ছে
- আপডেট সময় : ১১:১০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
বিগত বছর গুলোতে আল্লু আর্জুনের পুস্পা সিনেমা অনেকটাই সফল। পুষ্পা ২ এর প্রথম কিস্তি মুক্তি পেয়েছিল ২০২১ সালে। চলতি বছরে শোনা গিয়েছিল Pushpa মুক্তি পাবে আগামী আগস্ট মাসের ১৫ তারিখে।
কিন্তু হঠাৎ করে শোনা যাচ্ছে আগস্টে মুক্তি পাচ্ছে না পুষ্পা ২। এর মুক্তির তারিখ পিছিয়ে ডিসেম্বরের ৬ তারিখ করা হয়েছে। আর এতেই রেগে গেছেন পুষ্পা ২ এর ভক্তবৃন্দরা। রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন পুষ্পা ২ এর নির্মাতাদের। এর চেয়ে বেশি দেরি হলেন নাকি রীতিমতো মামলা করবেন তারা।
কারণ পুষ্পা ২ এর মুক্তির তারিখ বেশ কয়েকবার পেছানো হয়েছে। কথা ছিল ২০২৩ সালে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তি পাবে এই ছবিটি। তারপর মুক্তির তারিখ পিছিয়ে করা হল ২০২৪ সালের জুন মাস। তারপর আবার পুষ্পা ২ Pushpa 2 এর মূর্তি তারিখ পিছিয়ে করা হলো আগস্ট মাস। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে পুষ্পা ২ মুক্তি পাবে আগামী ডিসেম্বর মাসে।
মুক্তি উপলক্ষে এর মধ্যে সিনেমার দুটি গান রিলিজ পেয়েছে। গান নিয়ে ইন্ডিয়ার বিভিন্ন ইন্ডাস্ট্রিতে বেশ চর্চা হচ্ছে।
পুষ্পা ২ Pushpa 2 সিনেমার রিলিজ আবার পিছিয়ে যাচ্ছে
গুজব শোনা যাচ্ছে নির্ধারিত সময়ের ছবির কাজ শেষ করতে না পারায় নির্মাতারা ছবির মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। অনেকের দাবি ছবির এখনো কিছু অংশের শুটিং বাকি আছে। সেই সাথে ভিএফএক্স এর কাজ শেষ করতেও বেশ খানিকটা সময় লাগবে নির্মাতাদের।
যেহেতু পুষ্পা ২ Pushpa 2 সিনেমার এত সকল কাজ বাকি আছে তাই নির্মাতারা ডিসেম্বরে মুক্তি দেওয়ার কথা ভাবছেন।
আল্লু আর্জুনের জনপ্রিয় সিনেমা গুলোর মধ্যে পুষ্পা অন্যতম। দর্শকমল সিনেমাটাকে এতটাই পছন্দ করেছে পরবর্তীতে পুষ্পা ২ এর তারিখ আরো পেছনে হলে রীতিমতো কেস করার হুমকি দিয়েছেন।
পুষ্পা ২ সিনেমাতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন রাস্মিকা।
পুষ্পা ২ সিনেমাটির নির্মাণ কাজ বহুদিন ধরে চলছে। অনেক আগেই রিলিজ হওয়ার কথা ছিল এটি। ২০২১ সালে সিনেমাটির প্রথম কিস্তি আসার পর ২০২৩ সালে ঘোষণা দেয়া হয়েছিল পুষ্পা ২ Pushpa 2 রিলিজ পাবে।
কিন্তু শুটিংয়ের কাজ ও ভিএফএক্স এর কাজ বাকি থাকায় সেটি এখন সম্ভব হচ্ছে না। সিনেমার ভিএফএক্স এর কাজে মূলত বেশ খানিকটা সময় প্রয়োজন হয়। কারণ পুষ্পা ২ এর ভিএফএক্স যথেষ্ট উন্নত মানের।
আশা করি নির্মাতাদের কথা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে পুষ্পা ২ মুক্তি দিতে পাবে। সেই সাথে দর্শকদের অপেক্ষার প্রহর শেষ হবে।