ভারতের কাছে হেরে যাওয়া নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
- আপডেট সময় : ১১:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাকিস্তানের অবস্থা খুব বেশি ভালো নয়। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে ফাইনাল খেলেছিল পাকিস্তান। তাই এবার স্বপ্ন ছিল বিশ্বকাপ ছুঁয়ে দেখা। কিন্তু পরপর যুক্তরাষ্ট্র এবং ভারতের কাছে হেরে পাকিস্তানে অবস্থা এখন বেশ শোচনীয়। সেই সাথে সুপার এইটের পথ যেন এখন তাদের কাছে কঠিন হয়ে পড়েছে।
গত রবিবারে ভারতের বিপক্ষের ম্যাচে ১২০ রানের সংক্ষিপ্ত লক্ষ্যও তারা পূরণ করতে পারেনি। ১৪.১ ওভারের মধ্য মাত্র ৮০ রান তুলে ফেলা দলটি ৭ উইকেটে ১১৩ রানের বেশি করতে পারল না।
ওয়াসিম আকরাম ভারতের কাছে পাকিস্তানের এমন ব্যর্থতার দায় চাপিয়ে দিয়েছেন দুই ক্রিকেটারের উপর। জনপ্রিয় স্পোর্টস চ্যানেল স্টার স্পোর্টসের ম্যাচ এনালাইসিস করতে গিয়ে সাবেক ক্রিকেটে ওয়াসিম আকরাম বলেন, তারা বিগত ১০ বছর যাবত ক্রিকেট খেলছে। তাই তাদেরকে নতুন করে ক্রিকেটের ব্যাপারে শেখানোর কিছু নেই। আর রিজওয়ানের ম্যাচের গতিপথ বোঝা সক্ষমতাই নেই। আর সেই সাথে বুমরাকে বল দেওয়া হয়েছে শুধুমাত্র উইকেট তুলে নেয়ার জন্য।
ভারতের কাছে হেরে যাওয়া নিয়ে যা বললেন ওয়াসিম আকরাম
ওয়াশিম আকরাম আরো বলেন তাদের আরো অনেক সতর্কভাবে খেলা উচিত ছিল। রিজওয়ান বড় বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়েছে। ওয়াশিম আকরাম ইউনুস রেজওয়ান কে দায়িত্ব জ্ঞানহীন বলে কাঠগড়ায় দাড় করিয়েছেন। তিনি বলেন ম্যাচ পুরো হাতের মুঠোয় ছিল। শুধুমাত্র প্রতি বলে বলে কিছু রান নিলেই হয়ে যেত।
তাছাড়া পাকিস্তান ক্রিকেট টিমের ইফতিকার আহমেদ এবং ফখররা জামানের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং এর দিকেও আঙ্গুল তুলেছেন সাবেক ক্রিকেটার ওয়াসিম আকরাম। আসলে দল যদি বাজে খেলে যায় তাহলে শুধু দায় তার কোচ নেবে না। খেলোয়াড়দেরও কিছুটা দায় থাকে। ইফতেখার শুধুমাত্র লেগ সাইটে ওই একটা শটই খেলতে জানে। এত বছর ধরে পাকিস্তানে জাতীয় ক্রিকেট টিমে খেলছে কিন্তু কোন শট কিংবা ব্যাটিং জানে না।
আসলে আমাদের পাকিস্তানি ক্রিকেটাররা মনে করে তাদের পারফরম্যান্স খারাপ হলে কোচ তার চাকরি হারাবে তাদের কিছু হবে না। তাই ওয়াশিম আকরাম বলেন এখন সময় হচ্ছে কোচকে রেখে বাকি দলকে পরিবর্তন করা।
পরিবর্তন করা হয়েছে বাংলাদেশের সকল ব্যাংক লেনদেনের সময়সূচী। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।