ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন
- আপডেট সময় : ০৬:১৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
বিগত ২ দিন আগে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহীম রাইসির মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে মুসলিম জনগন এবং বিশ্ববাসী শোকাহত। কিন্তু তারপরেও সবার মনে যে প্রশ্নটি সবার আগে হাজির হচ্ছে সেটি হচ্ছে, বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন? এ ব্যাপারে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সবচাইতে বেশি আলোচনা হচ্ছেন মোহাম্মদ মোখবার কে নিয়ে। তিনি বর্তমানে ইরানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন।
ইরানের সংবিধান অনুযায়ী ভাইস প্রেসিডেন্ট অনুমোদনের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারেন। সেই হিসেবে প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানের প্রেসিডেন্ট পদের দায়িত্ব পালন করছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। বিশ্ব সংবাদ মাধ্যম আল-জাজিরা এমনটিই জানিয়েছেন।
ইরানের নতুন প্রেসিডেন্ট কে হচ্ছেন
বিশ্বের অন্যতম প্রভাবশালী মুসলিম দেশ ইরানের রাজনৈতিক ক্ষমতা কাঠামো অনুসারে প্রেসিডেন্টকে সরকার প্রধান বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট কে ইরানে সেকেন্ড ইন কমান্ডও বলা হয়। নিয়ম অনুসারে সেকেন্ড ইন কমান্ড যদি মারা যায় তাহলে প্রথম ভাইস প্রেসিডেন্ট দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে থাকবেন। তারপর আগামী ৫০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট ব্যবস্থার আয়োজন করতে হবে। তারপর নির্বাচিত প্রেসিডেন্টকে ইরানের সর্বোচ্চ নেতার অনুমোদন নিতে হবে।
বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা অর্থাৎ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন নেতা আয়াতুল্লা আলি খামিনি। এরপরের ধাপে অর্থাৎ সেকেন্ড ইন কমান্ডে থাকেন ইরানের প্রেসিডেন্ট।
মোহাম্মদ মোখবারের পরিচয়
মোহাম্মদ মোখবার জন্ম গ্রহণ করেন ১৯৫৫ সালের জুলাই মাসে। তার জন্মস্থান খুজেস্তান প্রদেশের দেজফুল শহরে। তার পরিবার বেশ ধার্মিক এবং তার বাবা ছিলেন একজন ধর্মপ্রচারক। তার বাবা দেজফুলের ইমাম ছিলেন।
ইরানের বিভিন্ন মিডিয়ার তথ্য অনুযায়ী তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংএ স্নাতক পাস করেন। পাশাপাশি তিনি বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর এবং ব্যবস্থাপনা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন।
মোহাম্মদ মোখবার এক সময় ইরানের একটি প্রদেশ যার নাম হচ্ছে খুজেস্তান, এর গভর্নর ছিলেন। তারপর তিনি ইরানের বিভিন্ন শিল্প গোষ্ঠী নিয়ে পরিচালিত একটি প্রতিষ্ঠান শিতাদ এর দায়িত্বে ছিলেন। যেটি ইরানের সর্বোচ্চ নেতার সরাসরি কমান্ডে নিয়ন্ত্রিত হয়। উক্ত প্রতিষ্ঠানে মোখবার টানা ১৪ বছর দায়িত্ব পালন করেন। এটি ইরানের অন্যতম একটি শক্তিশালী সংগঠন।
তাছাড়া মোহাম্মদ মোখবারের নেতৃত্বে উক্ত প্রতিষ্ঠানটি নিজস্ব করোনার টিকা কোভিরান বারেকাত তৈরি করেছিলো। তবে বিভিন্ন প্রতিবেদনের মাধ্যমে জানা যায়, এই করোনার টিকা গ্রহণের পর অনেকেরই বেশ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।