নামের রহস্য প্রকাশ করলেন মুস্তাফিজ
- আপডেট সময় : ০৯:০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কে ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। এর মধ্যেই বাংলাদেশের টাইগাররা যুক্তরাষ্ট্রের পাড়ি জমাচ্ছে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলে। যুক্তরাষ্ট্রে সেই দেশটির বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশের টাইগাররা।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকদের মধ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম। গত ১৫ মে বুধবার বাংলাদেশের টাইগাররা যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড়াল দেয়। সেই যাত্রা শুরুর আগে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের চাওয়া, পাওয়া এবং কিছু প্রত্যাশার কথা বলে গেছেন। সেই কথাগুলো থেকে মুস্তাফিজের কিছু কথা আজকে আপনার সাথে শেয়ার করব।
চলমান আইপিএলে মুস্তাফিজ বেশ দুর্দান্ত পারফর্ম করেছে। ক্রিকেট জগতে বাংলাদেশের এই টাইগার “দ্যা ফিজ” নামে পরিচিত। এই নামের উৎপত্তি হয় ২০১৬ সালে, যখন মুস্তাফিজ হায়দ্রাবাদের হয়ে সানরাইজার্সে প্রথমবার খেলতে যান। তখনই প্রথম তার ফিজ নামটি জনপ্রিয়তা লাভ করে। ক্রিকেটার মুস্তাফিজের নামের ব্যাপারে অনেকেই মনে করেন এটি হয়তো গণমাধ্যমের দেওয়া। কিন্তু ক্রিকেটের মোস্তাফিজ নিজেই বললেন অন্য কথা।
ক্রিকেটের মুস্তাফিজ বলেন, আমাদের ক্রিকেটারদের নাম প্রদর্শন করার জন্য ফিল্ডিং সেশন বা বোলিং সেশনের একটি বোর্ড থাকে। সেখানে আমার পুরো নাম লিখতে গেলে অনেকটাই বড় হয়ে যায়। এজন্য হঠাৎ করে একদিন দেখি আমার নাম মুস্তাফিজের বদলে শুধু ফ্রিজ লেখা। আমি প্রথম থেকে বুঝতে পারিনি যেটা আমার নাম। পরে জানতে পারি এটা আমি। তারপর আইপিএলে খেলতে যাওয়ার পর নামটি আরো বেশি জনপ্রিয়তা পায়।
নামের রহস্য প্রকাশ করলেন মুস্তাফিজ
বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার মুস্তাফিজের আক্ষেপ বড় খেলোয়াড় হতে না করে। তিনি মনে করেন বড় বড় ট্রফি জিতলেই বড় প্লেয়ার হওয়া যায় না। তার মতে কেউ যখন বড় কোনো টুর্নামেন্ট যেতে তখন তাকে বড় খেলোয়াড় বলা যায়। আমি সব সময় চেষ্টা করছি অতীতের চাইতে আরো বেশি ভালো খেলার। আমার জন্য সবাই দোয়া করবেন।
বিভিন্ন সংস্করণের ক্রিকেটে অংশগ্রহণ করলে মুস্তাফিজের সবচাইতে পছন্দ টি-টোয়েন্টি ম্যাচ। কারণ এতে প্রচন্ড প্রেসার থাকে। এটা নাকি মুস্তাফিজ বেশ ভালো উপভোগ করেন। তিনি আরো বলেন দেশের হয়ে খেলা অনেকটা গর্বের বিষয়। যেখানে নিজের দেশের পতাকা থাকে সেখানে খেলতে পেরে অনেক বেশি ভালো লাগে। এই বিষয়টা সবসময় আমি উপভোগ করি।