এলপিজি গ্যাসের দাম কমলো
- আপডেট সময় : ১০:২১:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
চলতি মাসে আবারো কমলো এলপিজি গ্যাসের দাম। গতকাল এলপিজি গ্যাসের দাম কমান বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলারিটি কমিশন। গতকাল সোমবার বিইআরসি এর এক হল রুমে প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ নুরুল আমিন এলপিজি গ্যাসের দাম কমিয়ে নতুন দাম ঘোষণা করেন।
উক্ত ঘোষণা অনুযায়ী ১২ কেজি এলপিজি গ্যাসের দাম পূর্বে ছিল ১ হাজার ৩৯৩ টাকা। প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ৩০ টাকা কমিয়ে বর্তমান মূল্য ধরা হয়েছে ১ হাজার ৩৬৩ টাকা। এলপিজি গ্যাসের দাম কমানোর ব্যাপারে তিনি বলেন, বর্তমানে বাসা বাড়িতে নতুন করে প্রাকৃতিক গ্যাসের সংযোগ বন্ধ আছে। তাই গৃহস্থলী কাজকর্মের জন্য এলপিজি গ্যাসের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই জনগণের সাথে কথা চিন্তা করে আমরা এলপিজি গ্যাসের দাম কমানো হয়েছে।
বিইআরসি হতে প্রতি কেজি এলপিজি গ্যাস কিনতে খরচ পড়ে ১১৩ টাকা ৫৫ পয়সা। সেই হিসেবে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমবে ৩০ টাকা। যদিও ভোক্তারা বাজার হতে এর চাইতে অনেক বেশি দামে এলপিজি গ্যাসের সিলিন্ডার ক্রয় করে থাকে। এরকম অভিযোগ অনেক আছে। বাজার ঘুরে ঘুরে সেই অভিযোগের সত্যতাও পাওয়া গিয়েছে।
তবে সরকারিভাবে সরবরাহ করা এলপিজি গ্যাসের দাম ৬৯০ টাকা অপরিবর্তিত আছে। শুধুমাত্র বাসা বাড়িতে সরবরাহ করা ৫ কেজি থেকে ৪৫ কেজি সিলিন্ডারের এলপিজি গ্যাসের দাম কমেছে।
এলপিজি গ্যাসের দাম কমলো
গত এপ্রিল মাসে এলপিজি গ্যাসের দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা। তার আগে মার্চে এলপিজি গ্যাসের দাম ছিল ১ হাজার ৪৮২ টাকা। কিন্তু গত বছরের মে মাসে এলপিজি গ্যাসের দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা এবং ১ হাজার ১৭৮ টাকা। এথেকে বোঝা যায় এলপিজি গ্যাসের দাম গত বছর অনেকটাই কম ছিল। এবছরের শুরুর দিকে এলপিজি গ্যাসের দাম কিছুটা বেশি থাকলে বর্তমানে আবার সেটি কমে এসেছে।
আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে এলপিজি গ্যাসের দাম কমিয়েছে বিইআরসি।
এলপিজি গ্যাস আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে অন্যতম। আমরা জানি এখন আর নতুন করে প্রাকৃতিক গ্যাসের সংযোগ বাসা বাড়িতে দেওয়া হয় না। তাই এলপিজি গ্যাসই আমাদের শেষ ভরসা। বাসা বাড়ির পাশাপাশি ছোট ছোট রেস্তোরাঁ হোটেল গুলোতে ব্যাপক হারে এলপিজি গ্যাস ব্যবহার করা হয়। এলপিজি গ্যাসের দাম কমায় জনগণ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
আপনার চুলে কি অতিরিক্ত খুশকি? এখানে প্রবেশ করে জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে চুলের খুশকি দূর করার উপায়।