ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর
- আপডেট সময় : ০৯:৩২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
ভারত দলে কোচ হিসেবে আবেদনের সময় শেষ। এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের ক্রিকেট টিম থেকে রাহুল দ্রাবিড় সরে যাবেন সেটাও নিশ্চিত। কিন্তু ভারত ক্রিকেট টিমের নতুন কোচে কে থাকবেন সেই নাম এখন পর্যন্ত ঘোষণা হয়নি। বিশ্বের টপ এই ক্রিকেট দলের কোচ হিসেবে যোগদান করতে আগ্রহী অনেকেই। সেই সাথে নামও জমা পড়েছে প্রায় ৩ হাজার। তবে ইন্ডিয়া ক্রিকেট টিমের নতুন কোচ কে হতে যাচ্ছেন সেটি একপ্রকার নিশ্চিত হয়েই আছে বলা যায়।
ভারতের বেশিরভাগ মিডিয়া এবং গণমাধ্যমের মতে, বিসিসিআই তাদের ক্রিকেট টিমের পরবর্তী কোচ হিসেবে একজনের নাম ইতিমধ্য নির্বাচন করে রেখেছে। আর তিনি হলেন গৌতম গম্ভীর যিনি সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়ে দিয়েছেন। তাছাড়া ইন্ডিয়ান ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে দুবার আইপিএল জিতেছেন। গৌতম গম্ভীর ভারতের হয়ে ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ আর ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতিয়ে দিয়েছেন।
এসকল বিষয় বিবেচনা করলে গৌতম গম্ভীর ক্রিকেট বেশ ভালই বোঝেন। এবারের আইপিএলে কলকাতা শিবিরের কোচ চন্দ্র কান্ত পন্ডিত হলেও খেলোয়াড়দের কাছে সবচেয়ে বেশি প্রাধান্য ছিল মেন্টর গৌতম গম্ভীরের। শাহরুখ খান তো রীতিমতো ব্ল্যাংঙ্ক চেক দিয়েছিলেন গৌতম গম্ভীরকে ধরে রাখার জন্য, এমন কিছু খবর প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম। আর এর কারণ হচ্ছে গৌতম গম্ভীর কে সবচাইতে বেশি মনে ধরেছে ক্রিকেট জগতের লোকদের।
ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর
বিসিসিআইয়ের একটি নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে জানা যায়, কোচ নির্ধারণ করার জন্য এখনো বেশ সময় হাতে আছে, তাই বিসিসিআই তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরো কিছু বিষয়গুলো বিবেচনা করবে। তবে সামনে যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ তাই ইন্ডিয়ান ক্রিকেট টিম আপাতত সেটা নিয়ে ব্যস্ত থাকবে।
তবে সব জল্পনা কল্পনার উস্কানি তো আরেক জায়গায়, গত রবিবারের ফাইনাল বিজয়ের পর জয় শাহ এবং গৌতম গম্ভীরের বেশ কিছুক্ষণ কথোপকথন হয়। তাদের আলোচনাটা বেশ দীর্ঘ ছিল। তাদের দুজনের একসাথে আলোচনার বিষয়টির উপর ভিত্তি করেই অনেকেই গৌতম গম্ভীর কে নতুন কোচ হিসেবে আগমনের বড় ক্লু হিসেবে দেখছেন।
তাছাড়া গৌতম গম্ভীর একজন সফল ক্রিকেটারের পাশাপাশি একজন ভালো মেন্টর। তাই সব কিছু ঠিকঠাক থাকলে গৌতম গম্ভীর কে ভারতের ক্রিকেট টিমের কোচ হিসেবে নিয়োগ দেওয়া সময়ের ব্যাপার মাত্র।
ভারতের বর্তমান কোচ রাহুল দ্রবিড়ের মেয়াদ ২০২৪ সালের জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর শেষ হয়ে যাবে। যেহেতু দ্রাবিড় ভারতের ক্রিকেট টিমের কোচ হিসেবে পুনরায় দায়িত্ব পালনের জন্য আবেদন করেনি তাই অবশ্যই নতুন কোচ খুঁজতে হবে। ভারতের ক্রিকেট টিমের সাথে নতুন কোচের চুক্তির মেয়াদ হবে ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত।