একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ দ্বিতীয় ধাপের আবেদন ৩০ জুন
- আপডেট সময় : ১০:১২:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
আসন্ন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়েছে। গত রবিবার রাত ৮ টার পর থেকে শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এ ফলাফল প্রকাশ করা হয়।
এবার একাদশ শ্রেণীতে ভর্তি প্রথম ধাপের জন্য আবেদন করেছিল প্রায় ১৩ লক্ষ ৩৪ হাজার শিক্ষার্থী। যার মধ্যেও প্রথম ধাপে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে ১২ লক্ষ ৮৭ হাজার শিক্ষার্থী। বাকি শিক্ষার্থীরা প্রথম ধাপে ভর্তির জন্য মনোনীত হয়নি।
প্রথম ধাপের ফলাফল দেখা যাবে উচ্চ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে। এছাড়া একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরের এসএমএস এর মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হয়েছে।
যে সকল শিক্ষার্থী প্রথম ধাপে উত্তীর্ণ হতে পারেনি তারা একাদশ শ্রেণীতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে আবেদন করতে পারবে। প্রথম ধাপের উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন করার পর একাদশ শ্রেণীতে দ্বিতীয় ধাপের ভর্তির শুরু হবে আগামী ৩০ জুন থেকে।
অর্থাৎ যে সকল শিক্ষার্থী প্রথম ধাপে কোন কলেজে ভর্তির সুযোগ পায়নি তারা আগামী ৩০ জুনের থেকে দ্বিতীয় ধাপে বিভিন্ন কলেজে পুনরায় আবেদন করতে পারবে।
একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ দ্বিতীয় ধাপের আবেদন ৩০ জুন
দ্বিতীয় ধাপের আবেদন করা যাবে আগামী ২ জুলাই পর্যন্ত। সেই সাথে দ্বিতীয় ধাপের ভর্তির ফলাফল প্রকাশ করা হবে ৪ জুলাই রাত ৮ টার সময়। তারপর ৫ জুলাই থেকে টানা ৪ দিন দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চয়ন প্রক্রিয়া চলবে।
এবারের এসএসসি অসমান পরীক্ষার ফল প্রকাশের পর গত ২৬ মে থেকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছিল। অনলাইনে আবেদন গ্রহণ নেয়া হয়েছে ১৩ জুন রাত আটটা পর্যন্ত।
সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য কোন ভর্তি পরীক্ষা নেয়া হয়নি। শিক্ষার্থীদের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ দেওয়া হবে।
যারা একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছে তাদেরকে কলেজ নিশ্চায়ন করতে হবে। কোন শিক্ষার্থী যদি একাদশ শ্রেণীতে নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি নিশ্চয়ন না করে, তাহলে তার প্রথম ধাপের ভর্তি বাতিল বলে গণ্য হবে।
এবার একাদশ শ্রেণীতে ভর্তির জন্য ফি সরকার কর্তৃক নির্ধারিত করে দেওয়া হয়েছিল।
দ্বিতীয় ধাপের ভর্তি নিশ্চায়নের পরেই শুরু হবে তৃতীয় ধাপের একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া।