কিভাবে ইংরেজি শিখবো বা ইংরেজি শেখার সহজ উপায়
- আপডেট সময় : ০৬:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
ইংরেজিতে দুর্বলতা ক্যারিয়ার এবং শিক্ষাজীবনে অনেক পেছনে ফেলে দেয়। কিভাবে ইংরেজি শিখবো বা ইংরেজি শেখার সহজ উপায় কি এই প্রশ্ন করেনি এমন কোন মানুষ পাওয়া যাবে না। অনেকে হয়তো বহুদিন ধরে চেষ্টা করছেন ইংরেজি বলতে শেখার এবং লিখার কিন্তু পারছেন না।
ইংরেজি শেখা খুবই সহজ একটি বিষয়। কিন্তু এর জন্য আপনাকে সঠিক পথে এগোতে হবে। আমাদে দেশের স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শুধুমাত্র ইংরেজি গ্রামার এবং বেসিক বিষয় গুলো শেখানো হয়। কিন্তু ইংরেজিতে কিভাবে কথা বলা যায় সে ব্যাপারে তেমন কোন প্র্যাকটিস করানো হয় না।
তাছাড়া ইংরেজি শেখানোকে কেন্দ্র করে বিভিন্ন কোচিং সেন্টার গড়ে উঠেছে। এদের বেশিরভাগ কোচিং সেন্টার গুলোতেই ইংরেজি শেখানোর নামে জগন খিচুড়ি পাকানো হয়। এতে করে কেউ তো ইংরেজি শিখতে পারেনা বরং ইংরেজির প্রতি আলাদা একটা ভয় তৈরি হয়।
তাই আমি আজকে ইংরেজি শেখার বা কিভাবে ইংরেজি শিখবো সেই প্রশ্নের উত্তরে সহজ ৩ টি উপায় শেয়ার করব। যে উপায়গুলো অবলম্বন করে অল্প কিছুদিনের মাধ্যমেই ইংরেজি কথা বলা ও লিখায় এক্সপার্ট হয়ে উঠবেন।
ইংরেজি শুনে বোঝার জন্য সিনেমা দেখুন
ইংরেজি শুনে সেটি বোঝার জন্য বেশি বেশি ভোকাবুলারি মুখস্ত করে সময় নষ্ট করার দরকার নেই। আপনি প্রচুর পরিমাণে ইংরেজি সিনেমা দেখতে পারেন। টানা একমাস যদি আপনি ইংরেজি সিনেমা, ডকুমেন্টারি বা খবর গুলো দেখেন তাহলে ইংরেজি শুনে সেটি বুঝতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি যেকোনো উচ্চারণের ইংরেজি শুনেই সেটি সহজেই বুঝে যাবেন।
ইংরেজি ভাষায় এত ভোকাবুলারি মুখস্থ করতে করতে আপনার হয়তোবা অর্ধেক জীবন পার হয়ে যাবেন কিন্তু ইংরেজি শুনে আর বোঝা হয়ে উঠবে না। ইংরেজি শুনে শুনে বোঝার চেষ্টা করলে অটোমেটিক শব্দ শেখা হয়ে যাবে।
ইংরেজি শেখার জন্য আপনাকে ইংরেজি লিখার অভ্যাস করতে হবে। আপনার সাথে যাদের সাথে যোগাযোগ হয় তাদেরকে টুকটাক মেসেজ গুলো ইংরেজিতে লিখুন। প্রয়োজন না থাকলেও ইংরেজিতে ছোটখাটো আর্টিকেল লিখে ফেসবুক কিংবা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে পোস্ট করুন। এতে করে দেখবেন ইংরেজি শুনে বোঝা আর পড়ার মধ্য কোন দুর্বলতা থাকবে না।
ইংরেজি লিখার জন্য কি করতে পারেন
ইংরেজি শেখার মধ্যেও ইংরেজি লিখতে পারাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। অফিস কিংবা লেখাপড়া উভয় ক্ষেত্রেই সবার আগে ইংরেজি লেখার প্রয়োজন পড়ে বেশি।
কিভাবে ইংরেজি শিখবো বা ইংরেজি শেখার সহজ উপায়
ইংরেজি লেখা শেখার জন্য আপনাকে প্রচুর লেখার অভ্যাস করতে হবে। মনে রাখবেন ইংরেজি শেখার জন্য কোন শর্টকাট নিয়ম নেই। ইউটিউব দেখে কয়েকটি সেনটেন্স মুখস্ত করে কখনো ইংরেজি লিখতে পারবেন না। তাই প্রচুর লেখার অভ্যাস করুন। বিভিন্ন ধরনের মেইল, প্যারাগ্রাফ, মেসেজ অর্থাৎ দৈনন্দিন জীবনে আমাদের যা যা লিখার প্রয়োজন হয় সবগুলোকেই ইংরেজিতে লিখার চেষ্টা করুন।
মনের ভুলেও ট্রান্সলেটর কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাহায্য নিয়ে লিখার অভ্যাস করবেন না । তাহলে আর যাই হোক জীবনে ইংরেজি শেখা হবে না।
ইংরেজি শেখার জন্য ইংরেজি বলার অভ্যাস
আমরা অনেকেই আবার ইংরেজি ভালোভাবে লিখতে পারি এবং শুনে বুঝতে পারি। কিন্তু ইংরেজি বলতে পারি না। এটা আরেক ধরনের সমস্যা। ইংরেজি ফ্রেন্ডলি বলার জন্য আপনাকে বেশি বেশি বলার অভ্যাসই করতে হবে। পুরো বাক্য ইংরেজিতে না বলতে পারলেও একটি বাক্যের মধ্যে যতগুলো সম্ভব ইংরেজি শব্দ ব্যবহার করার চেষ্টা করুন।
এভাবে প্রতিদিনের কথা বলার অভ্যাসে ইংরেজি শব্দের ব্যবহার করা। প্রয়োজন হলে এমন কয়েকজনের সাথে চলাফেরা করুন বা যোগাযোগ রাখুন যারা ফ্রেন্ডলি ইংরেজি বলতে পারেন বা ইংরেজি শব্দ বেশি ব্যবহার করেন।
সেই সাথে ইংরেজিতে কোন মুভি বা ডকুমেন্টারি দেখার সময় তাদের কথাগুলোর সাথে সাথে নিজেও কথা বলুন। ইংরেজি শেখার জন্য শুধু বিভিন্ন বাক্যের ইংরেজি সেন্টেন্স মুখস্ত করলে কাজ হবে না। সেটা কিছুদিন মুখস্ত থাকবে আবার কয়দিন পর ভুলে যাবেন। তাই ইংরেজি শেখার জন্য ইংরেজি বলার অভ্যাস কর।
বাজারে ইংরেজি শেখার বিভিন্ন বই কিংবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ইংরেজি শেখার ভিডিও পাবেন। বিশ্বাস করুন সারা বছর ধরে সেগুলো প্র্যাকটিস করলেও কোনোভাবেই আপনার কোন উন্নতি হবে না।
ইংরেজি শেখার জন্য ইংরেজি লিখা, ইংরেজি বলা এবং শুনে বোঝার চেষ্টা করুন। আশা করি এভাবে একটু সময় লাগলেও ইংরেজিতে আস্তে আস্তে দক্ষ হয়ে উঠবেন।