তীব্র গরমে এসি ছাড়াই ঘর যেভাবে ঠান্ডা রাখবেন
- আপডেট সময় : ০৫:৫৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
এই বছরের তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেই সাথে গরমে অসুস্থ হয়ে মৃত্যু পর্যন্ত ঘটছে। গরম এতটাই তীব্র যে ঘরে ফ্যানের নিচে বসে থাকাও দুষ্কর। যে সকল বাসায় আগে ফ্যানের বাতাসে আরামে থাকা যেত সে সকল বাসায় এখন এসি লাগিয়েও কূল পাচ্ছেন না। তারপরেও যাদের এসি লাগানোর সুযোগ কিংবা কেনার সামর্থ্য নেই তারা কি করবেন? তাদের জন্যই আজকে আমার এই লিখাটি। তো চলুন জেনে নেই এসি ছাড়াই কিভাবে ঘরকে ঠান্ডা রাখতে পারেন।
সকালবেলা ঘরের পর্দা এবং জানালা অফ করে দিন
গ্রীষ্মকালে সকাল বেলার মিষ্টির রোদ বেশিক্ষণ স্থায়ী হয় না। তাই সূর্য ওঠার সাথে সাথেই ঘরের সমস্ত জানালা এবং পর্দা গুলো টেনে দিন। অবশ্য আপনার ঘরে যদি রোদের আলো না পড়ে সেক্ষেত্রে বন্ধ না করলেও চলবে। এতে করে রোদের আলো না পড়লে রুম অনেকটাই শীতল থাকবে।
বাসার দেয়ালে হালকা রং ব্যবহার করুন
আমরা ছোটবেলায় পড়েছি কালো কাপড়ে গরম বেশি করে। বাসার দেয়ালের ক্ষেত্রেও ঠিক তাই। রঙ যত গাঢ় হবে আলো তত বেশি শোষিত হয়। আর আলো যত বেশি শোষিত হবে ঘরে তাপ তত বেশি তাপ উৎপন্ন হবে। ঘরের ভেতরটা হালকা রঙের হলে দেয়াল বেশি তাপ ধরে রাখতে পারে না, তাই দিন ও রাতের বেলা তাপমাত্রা অনেকটাই কম থাকে।
ভারী কাপড়ের পর্দা ব্যবহার
আপনার বাসার জানালায় ভারী কাপড়ের সুতি পর্দা ব্যবহার করুন। এধরনের পর্দা বাইরে থেকে ঘরের ভেতর সূর্যের আলো প্রবেশ করতে বাধা দেয়। তাই দিনের বেলা ঘরের ভেতরটা উত্তপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পায়।
তীব্র গরমে এসি ছাড়াই ঘর যেভাবে ঠান্ডা রাখবেন
ঘর যথা সম্ভব অন্ধকার রাখুন
ঘরের ভেতর অযথা কোন আলো কিংবা বাল্ব জ্বালিয়ে রাখবেন না। সম্ভব হলে সব জায়গায় এলইডি লাইট ব্যবহার করুন। আলো যত কম থাকবে ঘর তত বেশি ঠান্ডা থাকবে।
বারান্দায় কিংবা ঘরের কোণে ছোট ছোট গাছ রাখুন
আপনার বাসার ডাইনিং কিংবা বারান্দায় যেখানে জায়গা রয়েছে রাখতে পারেন ছোট ছোট গাছ। গাছগুলো এই ঘরের ভেতরে কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় এবং অক্সিজেন উৎপন্ন করে। এতে করে ঘরে থাকতে আপনারও বেশ ফুরফুরে লাগবে।
নিয়মিত ঘর মুছুন
আপনি যদি ঘরের তাপমাত্রা এসির মত ঠান্ডা রাখতে চান তাহলে নিয়মিত ভেজা কাপড় দিয়ে ঘর মুছতে হবে। ঘরের কোনায় কোনায় থাকা সকল ময়লা পরিষ্কার করতে হবে। সে ক্ষেত্রে জানালাও নিয়মিত পরিষ্কার করুন। এতে করে দেখবেন ঘর অনেকটাই ঠান্ডা হয়ে গেছে।
তীব্র গরমে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে উপরে টিপস গুলো ফলো করতে পারেন। আশা করি কিছুটা হলেও আপনার ঘরের তাপমাত্রা কমবে এতে।