টর্নেডোতে আমেরিকার স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় হুমকির মুখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আপডেট সময় : ০৪:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
সকাল বেলার প্রচন্ড ঝড় চমকে দেয় আমেরিকার টেক্সাসবাসী মানুষকে। সেই ঝড়ের তীব্রতা এতই বেশি ছিল যে বেশ কয়েকটি বিল্ডিং ধ্বসে পড়েছে। সেই সাথে পুরো শহর জুড়ে তৈরি হয়েছে বন্যার। উক্ত ঝড়ে প্রভাবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্টেডিয়াম গ্র্যান্ড প্রেইরি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারণে ইতিমধ্যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ বাতিল করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের এই গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। কিন্তু সেটি মনে হয় না আর সম্ভব হবে। ডেইলি মিরর নামে এক সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে বলেছে, এইতো অল্প কিছুদিন আগে স্টেডিয়ামের এক পাশ ভেঙ্গে গেছে। স্টেডিয়ামে স্থাপন করা অস্থায়ী বড় বড় স্ক্রিন গুলো ঝড়ের আঘাতে দুমড়ে মুজড়ে গেছে। যেগুলো দ্বারা টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে রিপ্লে ও গ্রাফিক্স দেখানোর কথা ছিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে। এ সময়ের মধ্যে স্টেডিয়ামটি পুনরায় নির্মাণ করা আয়োজকদের জন্য বিশাল চ্যালেঞ্জের ব্যাপার। তার উপর মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ডালাসের বন্যা পরিস্থিতি। ডালাসের বন্যা পরিস্থিতি এতটাই খারাপ যে টেক্সাসের ৯ টি শহরে ইতিমধ্যে সর্তকতা জারি করেছে স্থানীয় আবহাওয়া অফিস।
সে সতর্ক বার্তায় আরোও বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে বেশ কয়েক দফায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয় ঝড় বেশ ভয়াবহ রূপ নিতে পারে। উক্ত পরিস্থিতিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এই স্টেডিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত করা সম্ভব হবে কিনা সে বিষয়ে দেখা দিয়েছে সংশয়।
টর্নেডোতে আমেরিকার স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ায় হুমকির মুখে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ
যুক্তরাষ্ট্র এবার প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে ওয়েস্ট ইন্ডিজ। পূর্বের যেকোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের তুলনায় এবার সবচাইতে বেশি অর্থাৎ ২০ টি দল অংশ নিচ্ছে। গত মঙ্গলবার থেকে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ শুরু হয়ে গেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রস্তুতি ম্যাচ বাতিল হয়ে গেছে।
অল্প কিছুদিন আগে এই প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করতে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের টাইগাররা। ৩টি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচের ১ টিতে হেরে গেছে শান্ত এবং তাসকিনরা। কিন্তু পরবর্তী ম্যাচটি বাতিল হয়ে গেল।
ডালাসের স্টেডিয়ামে আগামী ৮ জুন শ্রীলঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট টাইগাররা। সেই সাথে ১৩ জুন নেদারল্যান্ড এবং ১৭ জুন নেপালের সাথে লড়াইতে নামবে বাংলাদেশের ক্রিকেট টাইগাররা।
যেহেতু বন্যা পরিস্থিতি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়াম বেশ ক্ষতিগ্রস্ত তাই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ এখানে অনুষ্ঠিত হতে পারবে কিনা সেই ব্যাপারে এখনো নিশ্চিত করে কোন ঘোষণা আসেনি।