ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার আনল মেটা

- আপডেট সময় : ১০:৫৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪ ৯৫ বার পড়া হয়েছে
সামাজিক যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপের মতোই জনপ্রিয় হচ্ছে ফেসবুক মেসেঞ্জার। তবুও ফেসবুক মেসেঞ্জারকে আরো বেশি আকর্ষণীয় করে তোলার জন্য দিন দিন চেষ্টা করে যাচ্ছে মেটা। এবার মেটায় ফেসবুক মেসেঞ্জারে যুক্ত করেছে আরো নতুন একটি ফিচার।
ফেসবুক মেসেঞ্জার সবচাইতে বেশি ব্যবহার করা হয় সামাজিক যোগাযোগের জন্য। ফেসবুক মেসেঞ্জারে এবার কমিউনিটি ফিচারের মাধ্যমে একসাথে ৫ হাজার বন্ধুর সাথে কথা বলা যাবে। আরোও মজার ব্যাপার হচ্ছে এই ফিচারের মাধ্যমে কোন মেসেঞ্জার কমিউনিটিজ গ্রুপে যুক্ত না হয়েও অন্যদের সাথে চ্যাট করতে পারবেন।
আমরা জানি একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপে সর্বোচ্চ ২৫০ জন সদস্য যুক্ত করা যায়। এতে অনেক সময় অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ অনেক গ্রুপে এর চাইতে বেশি সদস্য যুক্ত করার প্রয়োজন পড়ে। এই সমস্যা সমাধানের লক্ষ্যে ফেসবুক মেসেঞ্জার কমিউনিটিজ চ্যাট চালু করেছে।
ইতিমধ্যে ফেসবুক কর্তৃপক্ষ এই ফিচারটি রোল আউট করেছে। মেসেঞ্জার অ্যাপ টি আপডেটের মাধ্যমে সব গ্রাহকের কাছে আস্তে আস্তে পৌঁছে যাবে এই নতুন সেবাটি। যেকোনো ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী এই সেবাটি চালু করতে পারবে।
একজন এডমিন কিভাবে মেসেঞ্জার কমিউনিটিজ চালাতে পারে?
• এডমিন চাইলে নতুন মেম্বারদেরকে ইনভাইট করতে পারবে
• কমিউনিটি চ্যাট তৈরি করতে পারবে
• চাইলে যে কোন মেম্বারকে বাদ দিতে পারবে
• এডমিন চাইলে কমিউনিটিজ গ্রুপের যেকোনো চ্যাট ডিলেট করতে পারবে
• কোন মেম্বারের কনটেন্টের বিরুদ্ধে রিপোর্ট করতে পারবে
ফেসবুক মেসেঞ্জারে নতুন ফিচার আনল মেটা
এগুলো ছাড়াও কমিউনিটি চ্যাটের এডমিনের ব্যবহারের জন্য আরোও অনেক অপশন এবং সেটিংস রয়েছে।
যেহেতু এর মাধ্যমে একসাথে ৫ হাজার মেম্বার চ্যাট করতে পারবে এবং কথা বলতে পারবে সেহেতু এটি দ্বারা অনেকেই লাভবান হবে বলে জানা গিয়েছে।
মূলত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কোম্পানি ও প্রতিবেশীদের মধ্যেও চ্যাটিং এবং যোগাযোগের সুবিধার জন্য ফেসবুক মেসেঞ্জার এই নতুন সুবিধাটি যুক্ত করেছে।
যেমন, একটি স্কুলের বিভিন্ন ক্লাসের শিক্ষার্থীরা মিলে শিক্ষা প্রতিষ্ঠান বা লেখাপড়ার ব্যাপারে আলোচনা করতে পারবে। প্রতিবেশীরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে এলাকার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে পারবে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আলোচনা আরোও সহজ হবে।
হোয়াটসঅ্যাপ কমিউনিটি চ্যাট এবং মেসেঞ্জার কমিউনিটি চ্যাটের ভেতরে একটা মেজর পার্থক্য রয়েছে। আমরা জানি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য অবশ্যই ফোন নাম্বার প্রয়োজন হয় কিন্তু মেসেঞ্জার কমিউনিটি চ্যাটে যুক্ত হওয়ার জন্য কোন ফোন নাম্বার প্রয়োজন হবে না। শুধুমাত্র ফেসবুক আইডি থাকলেই হবে।
তবে মেসেঞ্জার কমুনিটিতে যেহেতু অনেক বেশি মেম্বার যুক্ত থাকবে তাই এধরনের গ্রুপে ব্যক্তিগত মেসেজ লেনদেন ও চ্যাট না করার জন্য পরামর্শ দিয়েছে মেটা কর্তৃপক্ষ। অর্থাৎ চ্যাটিং এর ক্ষেত্রে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে।