ঈদুল আযহার ট্রেনের টিকেট বিক্রি শুরু
- আপডেট সময় : ০৬:৫৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
সামনেই আসছে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদ উপলক্ষে ঈদের ট্রেনের টিকেট কবে থেকে বিক্রি এবং কিভাবে বিক্রি করা হবে তা নিয়ে ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রেলমন্ত্রী জিল্লুল হাকিমের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী মাসের ২ জুন থেকে কোরবানির ঈদের ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে।
এবার ঈদুল আযহা জুন মাসের ১৭ তারিখে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গিয়েছে। সেই সাথে জুন মাসের ১২ তারিখ থেকে ১৬ তারিখ এই ৫ দিনকে ঈদের ছুটি হিসেবে গণ্য করবে বাংলাদেশ রেলওয়ে। সে হিসেবে ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট ঈদের ১০ দিন আগে থেকে বিক্রি করা হয়। তাই জুন মাসের ২ তারিখ থেকে ঈদের যাত্রার ট্রেনের টিকেট বিক্রি শুরু হবে। এ নিয়ে আগামী সোমবার আরও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।
ঈদের ট্রেনের টিকেট বিক্রি নিয়ে সিদ্ধান্তের আলোচনা সভা হতে আরও জানা যায়, বিগত ঈদ গুলোর ধারাবাহিকতায় এবারও ঈদের ট্রেনের টিকেট অনলাইনে বিক্রি করা হবে। তবে গত ঈদের ট্রেনের টিকেট কিনতে গিয়ে গ্রাহকরা বেশ ভোগান্তির শিকার হয়েছে।
ঈদুল আযহার ট্রেনের টিকেট বিক্রি শুরু
এবার গ্রাহকরা যাতে ঈদের ট্রেনের টিকেট স্বাচ্ছন্দে কিনতে পারে তাই সকাল ৮ টা থেকে দেশের পশ্চিম এলাকার রেলের টিকেট এবং দুপুর ২ টা থেকে দেশের পূর্ব এলাকার ট্রেনের টিকেট বিক্রি করা হবে।
আর আমরা জানি ঈদ উপলক্ষে ট্রেন গুলোতে যাত্রীর বেশ চাপ পড়ে। তাই ঈদ উপলক্ষে ট্রেনে বাড়তি যাত্রী সামাল দিতে ২ অঞ্চল মিলে মোট ২০ টি ট্রেন চালানোর অনুমোদন দেয়া হয়েছে।
অন্যান্য বারের মতো এবারও ঈদ উপলক্ষে ট্রেনের টিকেটের ২৫ শতাংশ হিসেবে বিক্রি করা হবে। সেই সাথে মানুষ যেন স্বাচ্ছন্দের ট্রেনে উঠতে পারে তাই কমলাপুর ও বিমানবন্দর স্টেশনে এক্সেস কন্ট্রোল সিস্টেম রাখা হবে।
ঈদের ট্রেনের টিকেট কবে থেকে বিক্রি হবে সেটা জানার জন্য অনেকেই অধীর আগ্রহে বসে আছেন। তাছাড়া অনেকে চিন্তা করছেন ঈদের ট্রেনের টিকেট ঠিক ভাবে কিনতে পারবেন কিনা। প্রিয়জনের সাথে ঈদ করতে তো সবারই মনে চায়। তাই বছরে এই ২ ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা বাড়ি যাওয়ার জন্য উচ্ছ্বাসিত হয়ে থাকেন।
তাই এবার ঈদের ট্রেনের টিকেট অগ্রিম বিক্রি শুরু হচ্ছে আগামী ২ জুন থেকে। সেই সাথে একজন গ্রাহক ঘরে বসে অনলাইনে ঈদের টিকেট ক্রয় করতে পারবেন।