ঈদুল আযহা বা কোরবানির ঈদ কবে হবে
- আপডেট সময় : ১০:০২:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
সম্প্রতি শেষ হয়েছে পবিত্র মাহে রমজান এবং রোজার ঈদ। রোজার ঈদের প্রায় ৭০ দিন পরেই অনুষ্ঠিত হয় ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এটিকে মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব বলা যেতে পারে। কারণ এই ঈদে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নামে পশু কোরবানি দেয়। আগামী জুন মাসের মাঝা মাঝি কোন সময়ে ঈদুল আযহা বা কোরবানির ঈদ সংঘটিত হবে তাই ইতিমধ্য পশু কোরবানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঈদুল আযহা বা কোরবানির ঈদ কবে হবে সে ব্যাপারে কিন্তু নির্দিষ্ট তারিখ আমরা এখনো জানিনি। তবে ঈদুল আযহার তারিখ নিয়ে আজকে আলোচনা করবো।
গতকাল পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে মিশরের জ্যোতির্বিদ্যা প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে আগামী মাস অর্থাৎ জুন মাসের ৭ তারিখ থেকে হিজরী সন অনুযায়ী ১৪৪৫ এর জিলহজ মাস শুরু হতে পারে। যদি জুনের ৭ তারিখ থেকেই জিলহজ মাস শুরু হয় তাহলে আগামী ১৬ জুন অর্থাৎ রবিবার পবিত্র ঈদুল আযহা বা কুরবানীর ঈদ পালিত হবে।
আরব আমিরাতের একটি সংবাদ সংস্থা এই তথ্যটি প্রকাশ করেন। ঈদুল আযহা কবে হবে সেই প্রশ্নের উত্তরে মিশরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটেে প্রেসিডেন্ট আরোও বলেন, আমাদের সৌর গবেষণা ল্যাবরেটরি হিসাব করে দেখেছে আগামী জুন মাসের ৭ তারিখ থেকে জিলহজ মাস শুরু হতে পারে।
ঈদুল আযহা বা কোরবানির ঈদ কবে হবে
তাছাড়া আমাদের ক্যালকুলেশনে দেখা গেছে, মিশরের কায়রোর সময় অনুযায়ী আগামী জুন মাসের ৬ তারিখে দুপুরের দিকে জিলহজ মাসের চাঁদ দেখা দিবে। ঐদিন সম্ভবত জিলকদ মাসের ২৯ দিন থাকবে।
তাছাড়া মক্কায় জিলহজের চাঁদ সূর্য ডোবার পর থেকে ১১ মিনিট এবং মিশরের কায়রোতে সূর্য ডোবার পর থেকে প্রায় ১৮ মিনিট পর্যন্ত দেখা যাবে। তাছাড়া মিশরের অন্যান্য এলাকাগুলোতে জিলহজ মাসে চাঁদ আরো বেশি সময় ধরে দেখা যেতে পারে। সে হিসেবে এবারের ঈদুল আযহা বা কুরবানীর ঈদ ১৬ জুন হতে পারে।
আমরা জানি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন ঈদ হয় বা চাঁদ উঠে তার পরের দিন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে চাঁদ দেখা যায় বা ঈদ উদযাপিত হয়। মিশরের গণনা করা তারিখ যদি সঠিক হয় তাহলে বাংলাদেশে ঈদুল আযহা কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে আগামী ১৭ জন সোমবার।
সেই হিসেবে আমাদের কোরবানির প্রস্তুতি নিতে খুব বেশি সময় নেই। ঈদুল আযহা বা কোরবানির ঈদ ১৭ তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। যদিও সেটি পরিবর্তন হয় তবে বড়জোর একদিন আগে বা পরে হতে পারে।
ঈদ উপলক্ষে ইতিমধ্য বাংলাদেশ সরকার জুন মাসের ২ তারিখ হতে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। রোজার ঈদে অনেক মানুষ বাড়িতে না গেলেও কোরবানির ঈদে সবারই ইচ্ছে থাকে গ্রামের বাড়িতে কোরবানি দেওয়ার। যেহেতু ঈদুল আযহা বা কোরবানির ঈদ আগামী ১৭ তারিখ থেকে অনুষ্ঠিত হবে তাই আপনাদের ঈদ যাত্রার প্রিপারেশনের সেভাবে নিতে পারেন।