এবারের কোরবানির ঈদের সবচাইতে বড় গরু যুবরাজ
- আপডেট সময় : ০১:০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
প্রতিবছর ঈদুল আযহার একটি কমন প্রশ্ন, সবচাইতে বড় গরু কোনটি? এ নিয়ে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম গুলোতে হতে থাকে বিভিন্ন আলোচনা এবং সমালোচনা। ঈদের অনেক আগেই সেই আলোচনায় ধামাকা নিয়ে আসছে ৩০ মণ ওজনের যুবরাজ। এলাকা জুড়ে সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে সবচাইতে বড় গরু যুবরাজের। সেই সাথে বিভিন্ন এলাকা থেকে দেখতে আসছে এই বৃহত্তম গ্রহটি কে।
যুবরাজ কে প্রতিদিন তিন বেলা নিয়ম করে খাওয়ানোর পাশাপাশি গোসল করানো হয়। সেই সাথে যুবরাজের সৌন্দর্য এবং সুঠামদেহ সবার নজর কেড়েছে।
এ ব্যাপারে এলাকাবাসীর মন্তব্য, এত বড় গরু নিজের সামনে চোখে দেখা অনেকটা ভাগ্যের ব্যাপার।
মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব কোরবানিকে সামনে রেখে প্রতিবছর খামারগুলোতে লালন করা হয় বড় বড় গরু। এগুলো যে শুধু বাণিজ্যিক খামারগুলোতেই হয় ব্যাপারটা এমন নয়। গ্রামাঞ্চল গুলোতে ছোট ছোট খামার যেগুলো পারিবারিকভাবে তৈরি সেখানেও লালিত হয় অনেক গরু, মহিষ, ছাগল এবং ভেড়া সহ অন্যান্য গৃহপালিত পশু পাখি। এ সকল খামারিদের মূল উদ্দেশ্য থাকে কোরবানি কে কেন্দ্র করে কিছু টাকা লাভ করা।
এবারের কোরবানির ঈদের সবচাইতে বড় গরু যুবরাজ
যুবরাজের বাড়ি নাটোরের নলডাঙ্গায়। তার মালিক আবু বক্কর সিদ্দিক নিজে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে বড় করেছেন যুবরাজকে। সেই সাথে তার বাবা আনোয়ার হোসেন এবং তার মা অনেক কষ্ট করেছেন যুবরাজ কে দেখাশোনা করার জন্য।
দেশের সবচাইতে বড় কোরবানির গরু যুবরাজকে খাওয়ানো হয়েছে ঘাস, ছোলা, খড়, গম ডাউন সহ আরো নানা ধরনের খাবার। তাকে কোন ধরনের কৃত্রিম ঔষধ কিংবা মেডিসিন খাওয়ানো হয়নি। যুবরাজের মালিক আবু বক্কর সিদ্দিকী জানান, নিজের সন্তানের মত করে লালন করেছেন। যত্নের কোন অভাব হয়নি।
তাছাড়া অতিরিক্ত গরমে যেন যুবরাজের কোন সমস্যা না হয় সেজন্য ব্যবস্থা করেছেন সার্বক্ষণিক চালু রাখার।
এবারের কোরবানির সবচাইতে বড় গরু যুবরাজকে বিক্রির জন্য তিনি ১৫ লক্ষ টাকা দাম চেয়েছেন। তবে কেউ যদি কিনতে আগ্রহী হয় তবে দামাদামি করে কিছুটা কম রাখা যাবে।
যুবরাজের নামকরণেও রয়েছে মজার একটি ঘটনা। যুবরাজের মালিক আবু বক্কর সিদ্দিকীর ছেলের নাম অনুসারে গুরুটির নাম রাখা হয়েছে যুবরাজ।
প্রতিবছরে ঈদুল আযহার সময় কোরবানির গরু গুলোকে কেন্দ্র করে মানুষের বেশ আগ্রহ থাকে। এবার সেই আগ্রহের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ৩০ মন ওজনের যুবরাজ। এখন পর্যন্ত এটি দেশের সবচাইতে বড় গরুর রেকর্ডটি ধরে আছে।