চেক লিখার নিয়ম
- আপডেট সময় : ০৮:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
চেকের মাধ্যমে আমরা এক ব্যাংক হতে অন্য ব্যাংকে অথবা কোন ব্যক্তিকে টাকা প্রদান করে থাকি। তাই চেক লেখার নিয়ম ভালোভাবে জেনে কে লেনদেন করা উচিত। তা না হলে আপনার কষ্টের উপার্জিত টাকা নিয়ে বেশ বীরম্বনায় পড়তে হতে পারে।
আমরা জানি তুলনামূলকভাবে চেকের মাধ্যমে লেনদেন করা সবচাইতে বেশি নিরাপদ। অনেকেই চেকের মাধ্যমে লেনদেন করেন কিন্তু জানেন না চেক লেখার নিয়ম গুলো কি কি।
চলুন চেক লিখার খুবই সাধারণ বিষয়গুলি জেনে নেই
চেকের তারিখ
চোখের সবচাইতে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে এর তারিখ। সাধারণত প্রতিটি ব্যাংকের থেকে তারিখ লেখার জন্য dd/mm/year এই ফরম্যাটটি ব্যবহার করা হয়। এর মানে হচ্ছে প্রথম দুই সংখ্যার মধ্যে আপনি তারিখ, পরবর্তী দুই সংখ্যায় একটি মাস, তারপর পরবর্তী চারটি সংখ্যায় আপনি সাল লিখবেন। যদি তারিখ কিংবা মাস ১, ২ অথবা একটি সংখ্যা হয় তাহলে তার আগের শূন্য বসাবেন। যেমন: ০৩/০৫/২০২৪ এভাবে
তবে কখনোই তারিখ ছাড়া কাউকে কোন চেক দিবেন না।
যে টাকা উঠাবে তার নাম
আপনি যদি নিজেই নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উঠান তাহলে Pay to স্থানে আপনার নিজের নাম দিবেন অথবা self লিখতে পারেন। কিন্তু আপনি যদি অন্য কোন ব্যক্তি কিংবা কোম্পানির নাম উল্লেখ করতে চান তাহলে সেটিও স্পষ্ট করে লিখে দিবেন।
টাকার পরিমান
চেক লেখার নিয়মে টাকার পরিমাণ উল্লেখ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেক লিখার নিয়মে টাকার পরিমান আপনার আপনাকে ২ ভাবে লিখতে হবে। একটি সংখ্যায় এবং অপরটি কথায়। সংখ্যা আকারে অংক বসানোর পরে অবশ্যই টাকার শেষে /- চিহ্ন দিয়ে দিবেন। তা না হলে কেউ প্রতারণা করে টাকার নাম্বার চেঞ্জ করে দিতে পারে। টাকার অংক আপনি বাংলা বা ইংরেজি উভয় ভাবেই দিতে পারেন।
সিগনেচার
চেক লেখার নিয়মের অন্যতম অংশ হচ্ছে এর সিগনেচার। আপনি যে সিগনেচারটি ব্যাংক একাউন্টে ব্যবহার করেন সেই সিগনেচারটি চেকে দিতে হবে। চেক যদি অন্য কাউকে প্রদান করেন তাহলে চেকের পিছনেও কয়েকটি সিগনেচার দেওয়া প্রয়োজন হতে পারে।
চেক লিখার নিয়ম
মোটামুটি উপরের এই কয়েকটি বিষয় খেয়াল রেখেই আপনি নিরাপদ ভাবে চেক লিখতে পারেন।
চেক লেখার সময় সব বাংলা অথবা সবকিছু ইংরেজিতে লিখবেন। চেক লেখার নিয়মে কখনোই বাংলা এবং ইংরেজি মিশ্রিত করে লেখা যাবে না।
তাছাড়া চেকের কোন কাটাকুটি কিংবা ওভাররািট করা যাবে না। এটি চেক লেখা নিয়মের বহির্ভূত।
এছাড়া আপনি যদি চেকটি অন্য কাউকে প্রদান করেন তার নাম লিখার শেষের খালি জায়গাটুকু লম্বা দাগ টেনে দিয়ে দিবেন। এতে করে পরবর্তী সময়ে অন্য নাম বসিয়ে কেউ প্রতারণা করতে পারবে না।
একটি চেকের মেয়াদ কতদিন
একটি চেক ইস্যু করার তারিখ থেকে সাধারণত ৬ মাস পর্যন্ত সেটির মেয়াদ থাকে। কিন্তু ৬ মাস পরে সেই চেকটির গ্রহণযোগ্যতা ব্যাংকের কাছে থাকে না।
চেক হারিয়ে গেলে করণীয় কি
আপনারা তো চেক লেখার নিয়ম সম্পর্কে ইতিমধ্যে জেনে গিয়েছেন। কিন্তু সেই চেক যদি হারিয়ে যায় তাহলে কি করবেন?
আপনি যখনই বুঝতে পারবেন যে আপনার ব্যাংক একাউন্টের চেক হারিয়ে গেছে ঠিক তখনই থানায় জিডি করবেন। তারপর ব্যাংক কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেই চেকটি বন্ধ করে দেবেন। মনে রাখবেন চেক হারানোর পর থানায় জিডি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন অবশ্য ব্যাংকে প্রতিটি চেক ইস্যু করার সময় অ্যাকাউন্টধারীর নির্ধারিত নাম্বারে ফোন দিয়ে যাচাই করে নেয়। তবু আমাদের চেক লেখার নিয়ম সম্পর্কে ধারণা রাখা উচিত এবং সবসময় লেনদেনের সতর্ক থাকা উচিত।