বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি
- আপডেট সময় : ০৩:১৩:৪২ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। এই বুদ্ধ পূর্ণিমা প্রতিবছর বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপন করা হয়। তাই অন্যান্য সরকারী ছুটির মতন এই দিনেও রাষ্ট্রীয় ছুটি থাকে। তবে এবছর এই ছুটি নিয়ে বেশ বিভ্রাট দেখা দিয়েছে।
২০২৪ সালের ক্যালেন্ডার গুলোতে বুদ্ধ পূর্ণিমার ছুটি উল্লেখ করা হয়েছে আগামী ২২ মে বুধবার। কিন্তু গুগল বলছে এবারের বুদ্ধ পূর্ণিমা হবে আগামী ২৩ মে বৃহস্পতিবার। তাই অনেকেই এই ব্যাপারে কনফিউজড হয়ে যাচ্ছে। বুদ্ধ পূর্ণিমার ছুটি আসলে কবে হবে সে ব্যাপারে নানা জিজ্ঞাসা তৈরি হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, বৌদ্ধদের শুক্ল পক্ষের পূর্ণিমার তিথি শুরু হবে বুধবার ২২ মে সন্ধ্যা থেকে। যেই তিথি থাকবে তারপরের দিন ২৩ মে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত। সেই হিসেবে এবারের বুদ্ধ পূর্ণিমা সংঘটিত হবার কথা ২৩শে মে বৃহস্পতিবার।
শুধু ক্যালেন্ডার কে ঘিরে যে বিভ্রান্তি তা নয়। বাংলাদেশের একেক শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধ পূর্ণিমার ছুটি হিসেবে একেক তারিখ ঘোষণা করতে দেখা গিয়েছে। যার ফলে বুদ্ধ পূর্ণিমার ছুটি নিয়ে জনমনে বিভ্রাট আরো বেশি বৃদ্ধি পাচ্ছে।
বুদ্ধ পূর্ণিমার সরকারি ছুটি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধ পূর্ণিমার ছুটি উপলক্ষে আগামী কাল ২২ মে বুধবার সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। কিন্তু ঢাকার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান ভিকারুন্নেসা নুন স্কুল এন্ড কলেজে বুদ্ধ পূর্ণিমার ছুটি দেওয়া হয়েছে ২৩শে মে বৃহস্পতিবার।
বাংলাদেশের আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান আর্মি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও বুদ্ধ পূর্ণিমার ছুটি দিয়েছে ২৩ মে বৃহস্পতিবার। দেশের অভ্যন্তরে একেক বিশ্ববিদ্যালয় একেক তারিখে বোদ্ধ পূর্ণিমার ছুটি নিয়ে জনমনে কৌতুহল দেখা দিচ্ছে।
তবে বৌদ্ধ ধর্মের তিথির হিসাব অনুযায়ী বুদ্ধ পূর্ণিমার সবচাইতে বেশি সম্ভাব্য দিন হচ্ছে ২৩ মে বৃহস্পতিবার। অর্থাৎ ২০২৪ সালের ক্যালেন্ডারে বুদ্ধ পূর্ণিমার তারিখটি সম্ভবত ভুল হতে পারে। গুগল কিংবা হিন্দুস্তান টাইমসের তথ্য অনুসারে আগামী ২৩ মে বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার বন্ধ হাওয়া টাই ঠিক বলে আশা করা যায়।
বুদ্ধ পূর্ণিমার বন্ধের ব্যাপারে তো জানলেন। আপনারা কি জানেন বুদ্ধ পূর্ণিমা কেন পালিত হয়?
বৌদ্ধ ধর্মের পুরান অনুযায়ী বৈশাখের পূর্ণিমায় গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। আবার তিনি একই তিথিতে জ্ঞান লাভ করেন। তারপর তিনি গৃহত্যাগ করে সত্যের সন্ধানে সাত বছর পর বিভিন্ন বনে বনে ঘুরতে থাকেন। ঘুরতে ঘুরতে অবশেষে বৈশাখ মাসের পূর্ণিমার তিথিতে বোধি বৃক্ষের নিচে বৌদ্ধত্ব জ্ঞান অর্জন করেন। ঠিক সেই কারণেই বৌদ্ধ ধর্মের বুদ্ধ পূর্ণিমা রাতে বৈশাখ মাসের নির্দিষ্ট তিথিতে উদযাপিত হয়।