সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত
- আপডেট সময় : ০৯:০৬:০১ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
বরগুনা জেলার আমতলীতে একটি সেতু ভেঙে বরযাত্রীবাহী দুটি গাড়ি খালে পড়ে যায়। উক্ত সেতু দুর্ঘটনায় নারী ও শিশুসহ এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সেই সাথে নিখোঁজ রয়েছে আরও ১১ জন।
নিখোঁজদের উদ্ধার করার জন্য স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিস, পুলিশ এবং ডুবুরি কাজ করছে। শনিবার ২২ জুন দুপুরে বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও চওড়া ইউনিয়নের মাঝখানে একটি লোহার ব্রিজে এই দুর্ঘটনাটি ঘটে।
সেতু দুর্ঘটনায় বরযাত্রীর গাড়ি পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।
স্থানীয় সূত্রে জানা গিয়েছ, শুক্রবার দুপুরে ভাগ্নির বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য ১৭ জন বরযাত্রী নিয়ে ছেলের বাড়িতে আসার সময় এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ভাগ্যজনকভাবে নিহতদের সবাই নারী এবং শিশু। একই পরিবারের বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ বরযাত্রী নিহত
নিহত ১০ জনের মধ্যে ৭ জন হচ্ছেন মাদারীপুরের শিবচর এলাকার বাসিন্দা এবং দুইজন স্থানীয় গুরুদল গ্রামের।
বিয়ের অনুষ্ঠানের শেষে শনিবার দুপুরের সময় তারা মাইক্রো বাসে করে আমতলী চলে আসছিল। রাস্তায় হলদিয়া বাজারের পাশে লোহার সেতু পার হওয়ার সময় মাঝ বরাবর সেতুটি ভেঙে মাইক্রোবাসটি নিচে পড়ে যায়। পুরো খালটি পানা দিয়ে ভরা তাই পড়ার সাথে সাথে উঠে আসার সুযোগ ছিল না।
সেতু ভেঙে মাইক্রোবাসটি খালে পড়ার শব্দের স্থানীয়রা উদ্ধার কাজে এগিয়ে আসে। কিন্তু সে সময় হচ্ছিল মুষলধারে বৃষ্টি। তাই উদ্ধার কাজে বিলম্ব হওয়ায় অনেকেই প্রাণ হারান। তারপর মাইক্রোবাসটি পানির উপরে তোলার পর নারী ও শিশুসহ ৯ টি লাশ পাওয়া যায়। এর সাথে ৪ জনকে জীবিত উদ্ধার করে গিয়েছে কিন্তু নিখোঁজ রয়েছে আরও ৩ জন।
জীবিত উদ্ধার হওয়াদের মত একজন বলেন, মাইক্রোবাসটি লোহার সেতুর মাঝখানে আসার পরই হঠাৎ করেই পানা ভর্তি খালে ডুবে যায়। এরপর আমার আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি হাসপাতালে। আল্লাহ আমাদের বাঁচালেও সব শেষ হয়ে গেছে।
বিয়ের মাইক্রোবাস দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে আমি সাথে সাথে ঘটনার স্থলে গিয়েছি। নিখোঁজদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস পুলিশ এবং স্থানীয় লোকজন কাজ করছেন।