বাংলাদেশ থেকে মালেশিয়ায় আর প্রবেশ করা যাবে না
- আপডেট সময় : ১০:৫৫:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
৩১শে মে শুক্রবার মালেশিয়ান সরকার মালেশিয়ায় বাংলাদেশীদের শ্রমবাজার বন্ধের ঘোষণা দেয়। এতে করে ৩১শে মে ২০২৪ তারিখের পর থেকে আর কোন বাংলাদেশী শ্রমিক বা কর্মী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না। এতে করে মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক অপেক্ষমান শ্রমিক বা কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি হয়েছে।
গত ৩০ মে বৃহস্পতিবার পর্যন্ত কুয়ালালামপুরের দুটি টার্মিনালে বাংলাদেশ থেকে প্রায় ২০ হাজার কর্মী উপস্থিত রয়েছেন যারা দেশের ভেতরে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা উক্ত বিমানবন্দরের ফ্লোরে অবস্থান করেছেন। এতে করে দিন দিন দূর্ভোগ বাড়ছে কর্মীদের এবং সে সাথে দুর্ভোগ কর্মী নিয়োগকর্তাদের। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের শনাক্ত করতে বিভিন্ন ভোগান্তির সৃষ্টি হচ্ছে।
এদিকে মালয়েশিয়ার প্রবাসী কর্তৃপক্ষ এক ঘোষণার মাধ্যমে জানিয়েছেন, স্বাভাবিক দিনগুলোতে মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের আগমন হয় প্রায় ১ হাজারের মত। কিন্তু মে মাসের ২২ তারিখ থেকে মালয়েশিয়াতে বিদেশি কর্মীদের আগমনের পরিমাণ শুধু বাড়তেই থাকে। তাই যাত্রীদের সুবিধা ও যানজট নিয়ন্ত্রণে এই রকম একটি পদক্ষেপ নেয়া হয়েছে।
নির্ভরযোগ্য একটি সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, বর্তমানে ৪০ হাজার লোক বাংলাদেশ থেকে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে প্রবেশের অনুমতি রয়েছে। মালয়েশিয়াতে বাংলাদেশী কর্মী প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় অনেকে দুবাই, কাতার, চীন কিংবা অন্য পথে মালয়েশিয়াতে প্রবেশ করার চেষ্টা করছেন।
বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় আর প্রবেশ করা যাবে না
মালয়েশিয়াতে বাংলাদেশী কর্মীর প্রবেশের নিষেধাজ্ঞার মধ্যেই আবার বিমানের টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে ওয়ানওয়ে টিকিটের দাম ৩০ হাজার থেক ১ লক্ষ টাকা পর্যন্ত দাম বাড়িয়ে নিচ্ছে অসাধু চক্র।
মালয়েশিয়ায় বাংলাদেশের কর্মী প্রবেশের ব্যাপারে প্রবাসী কমিউনিটি নেতা রাশেদ বাদল সাংবাদিকদের কে বলেন, মালয়েশিয়া বাংলাদেশে শ্রমিকদের জন্য অনেক বড় একটি বাজার। এমন একটি সিদ্ধান্তের ফলে বাংলাদেশী শ্রমিকরা বিরাট ক্ষতির সম্মুখীন হচ্ছে। মালয়েশিয়া বাংলাদেশের জন্য ছিল দ্বিতীয় বৃহত্তম কাজের স্থান।
মালয়েশিয়ায় বাংলাদেশের জন্য শ্রমবাজার বন্ধ হওয়ায় উদ্যোগ প্রকাশ করে অনেকে বলেন, সিন্ডিকেট এবং দুর্নীতির কারণে ৩১ মে শুক্রবার হতে মালয়েশিয়ায় প্রবেশ বন্ধ হয়ে যাচ্ছে। অনেক মানুষ বিভিন্ন দালালের মাধ্যমে ৪ থেকে ৫ লাখ টাকা খরচ করে দেশটিকে যাওয়ার উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছেন।
মালয়েশিয়ান সরকারের তথ্য মতে দেশটিতে প্রায় ২০ লাখ শ্রমিক কাজ করেন। যাদের মধ্যে অনেক বাংলাদেশী রয়েছে। আশা করি খুব শীঘ্রই মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকদের প্রবেশের ব্যাপারে নিষেধাজ্ঞা উঠিয়ে নিবে।
অল আইজ অন রাফার মানে জানতে এখানে প্রবেশ করুন।