সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
- আপডেট সময় : ০৫:২১:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ টাইগার ক্রিকেট টিম নেপালের বিপক্ষে মাত্র ১০৬ রান করেও ২১ রানে জিতেছে। আর এটি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি আসরে সর্বমোট ৩ টি ম্যাচে বিজয় লাভ করেছে টাইগাররা। এই ম্যাচের আগে নেদারল্যান্ডস এবং শ্রীলঙ্কাকে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
কিন্তু চণ্ডিকা হাতুরে সিংহের শিষ্যরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে গিয়েও হেরে যায়। যদি এই ম্যাচটি জিততে পারতো তাহলে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে বাংলাদেশ ক্রিকেট টিম সুপার এইটে জায়গা করে নিতে।
সেই সাথে গ্রুপ ডি থেকে টাইগারদের সঙ্গে সুপার এইটে উঠেছে দক্ষিণ আফ্রিকার দল। প্রথম আসরের গ্রুপ পর্বের ৪ টি ম্যাচের সবগুলোতে জিতেছে প্রোটিয়ারা।
সুপার এইটে বাংলাদেশ ছাড়াও আরো জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান, ইংল্যান্ড।
মোট দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে সুপার এইটের আটটি দলকে। যার ১ নম্বর গ্রুপে বাংলাদেশের সাথে আরো রয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
সুপার এইটের অপর গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাষ্ট্র।
সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সময়সূচি
২১ জুন শুক্রবার ২০২৪
সুপার এইটে বাংলাদেশের ম্যাচের সময়সূচি অনুযায়ী ২১ জুন বাংলাদেশ ক্রিকেট টিমের বিপক্ষে খেলবে অস্ট্রেলিয়া। সময় হচ্ছে সকাল সাড়ে ৬ টা। ম্যাচটি অনুষ্ঠিত হবে এন্টিগা ভেন্যুতে।
২২ জুন শনিবার ২০২৪
সুপার এইটে বাংলাদেশ ম্যাচের সময়সূচী অনুযায়ী পরের দিন ২২শে জুন বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারতীয়রা। বাংলাদেশর অন্য সময় অনুযায়ী অ্যান্টিগার ভেনুতে সকাল সাড়ে ৮ টা থেকে ম্যাচ টি অনুষ্ঠিত হবে।
২৫ জুন মঙ্গলবার ২০২৪
আফগানিস্তানের বিপক্ষে সকল সাড়ে ৬ টাঢ সেন্ট ভিনসেন্ট মাঠে নামবে টাইগাররা।
আশা করি সুপার এইটে বাংলাদেশ ম্যাচের সময়সূচি আপনারা জেনে গিয়েছেন। এবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে ভারত। বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট ম্যাচে বরাবরই অনেক উত্তেজনা এবং আগ্রহ থাকে।
এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিকে বাংলাদেশ ক্রিকেট টিমের পারফরম্যান্স নিয়ে হতাশ ছিলো দর্শকরা। বিশেষ করে প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারার পর অনেক বেশি ভেঙে পড়েছিল বাংলাদেশ ক্রিকেট প্রেমীরা। সেই সাথে সাকিব আল হাসানের পারফরম্যান্স খুব বেশি ভালো ছিল না প্রথম দিকে। কিন্তু বিগত ৩ টি ম্যাচে বিজয় লাভ করার পরে এখন অনেকটা আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে সাকিব আল হাসানও তার নিজের ফর্মে ফিরে এসেছে।
সুপার এইটে বাংলাদেশ ম্যাচের সময়সূচি অনুযায়ী আগামী ৩ টি ম্যাচে কি হবে সেটাই এখন অপেক্ষার পালা।