অল আইজ অন রাফা মানে কি
- আপডেট সময় : ০৬:৪৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
অল আইজ অন রাফা নামে একটি ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলোতে ঝড় তুলেছে। মরুভূমির মতো অসংখ্য তাঁবুর মাঝে ইংরেজি অক্ষরে লেখা অল আইজ অন রাফা। আসলে এই ছবিটি ফিলিস্তিনিতে নির্যাতিত জনগণের ভয়াবহ অবস্থাকে তুলে ধরার জন্য ব্যবহার করা হচ্ছে।
আমরা জানি ফিলিস্তিনের গাজার রাফাতে অনেক বেসামরিক জনগণ বাস করে। সেই সাথে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্বা না করে ইসরাইল রাফাতে সামরিক আক্রমণ চালিয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সেই সংঘাত এখন রাফা শহরের মধ্যে পুরোপুরিভাবে ছড়িয়ে গেছে। যার কারণে রাফান বেসামরিক নাগরিকদের নিরাপত্তা এখন হুমকির মুখে।
রাফা শহরের সেই নাগরিকদের নিরাপত্তার প্রয়োজনীয়তা এবং গুরুত্ব বিশ্ববাসীকে জানাতে অল আইজ অন রাফা হ্যাশ ট্যাগটি সোশ্যাল মিডিয়াতে ট্রেনিং হচ্ছে। অল আইজ অন রাফা ছবিটি ইনস্টাগ্রামে বিগত ২৪ ঘন্টার মধ্যে প্রায় ৪ কোটির বেশি শেয়ার হয়েছে। সেই সাথে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ টুইটারে এটি শেয়ার করেছে।
এর আগে গাজার রাফা শহরে একটি বেসামরিক শরনার্থী শিবিরে ইসরাইল মিসাইল হামলা চালায়। সেই হামলায় শিশুসহ মৃত্যু হয় অত্যন্ত ৪৫ জনের। এমন একটি নিন্দনীয় কাজের পর ইসরাইলের প্রধানমন্ত্রী জানান, রাফার সামরিক হামলা একটি দুঃখজনক ঘটনা।
অল আইজ অন রাফা মানে কি
তারপর থেকেই পুরো বিশ্ব রাফায় এই হামলার প্রতিবাদে নিন্দা এবং সমালোচনা করতে থাকে। তারি পরিপ্রেক্ষিতে তৈরি করা হয় অল আইজ অন রাফা ট্রেন্ড।
অল আইজ অন রাফা ট্রেন্ড এর ছবিটি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন দ্বারা তৈরি। কারণ বাস্তবে রাফার বেসামরিক শিবিরে তাঁবুর সারি কিংবা তুষার নেই। তবে সেটি যাই হোক না কেন ছবিটির মূল উদ্দেশ্য হচ্ছে রাফার বেসামরিক এবং নিরীহ মানুষদের ভয়াবহ হামলা থেকে বাঁচানো।
রাফার শহরটি গাজার দক্ষিণে অবস্থিত। ইসরাইলি হামলা থেকে বাঁচতে এই এলাকাটিতে প্রায় ১৫ লক্ষ মানুষ এসে আশ্রয় নিয়েছে। মরুভূমির মধ্যে এই জায়গাটিতে কিছু তাল গাছ এবং বালুময় পাহাড় রয়েছে।
ফিলিস্তিনের ইজরাইলের বর্বর গণহত্যার বিরুদ্ধে অল আইজ অন রাফা স্লোগানটি এখন পর্যন্ত সবচাইতে বেশি ব্যবহার করা। শুধু সাধারণ জনগণই নয়, বলিউড হলিউড থেকে বাংলাদেশের ঢালিউড পর্যন্ত বিশ্বের প্রভাবশালী অভিনেতা অভিনেত্রীরাও এই হ্যাশ ট্যাগটি ব্যবহার করেছেন।
তাদের মধ্যে রয়েছেন মাধুরী দীক্ষিত, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর সহ বেশিরভাগ বলিউড স্টার।
সেই সাথে বিশ্বের জনপ্রিয় সংগীত শিল্পী ডুয়া লিপা, বিশ্ব বিখ্যাত মডেল বেলা হাদিদও অল আইজ অন রাফা ছবিটি নিজের প্রোফাইলে শেয়ার করেছেন।
আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সেটা জানতে এখানে প্রবেশ করুন।