শ্রবণশক্তি হারাতে বসেছেন অলকা ইয়াগনিক
- আপডেট সময় : ১১:০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
বেশ কিছুদিন আগে হঠাৎ করেই সকল ধরনের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম থেকে বিরত নেন ভারতের জনপ্রিয় সংগীত শিল্পী অলকা ইয়াগনিক। হঠাৎ করে তার এমন বিদায়ের কারণ হিসেবে জানা যায় অলকা ইয়াগনিক তার শ্রবণশক্তি হারিয়ে ফেলেছেন।
এই বিষয়টি অলকা ইয়াগনিক নিজেই তার অনুসারীদের জানিয়েছেন। তার কাছ থেকে হঠাৎ এই এমন দুঃসংবাদ পাওয়ার পর থেকে বেশ হতাশ তার ভক্তরা।
অলকা ইয়াগনিক তার ভেরিফাইড ইনস্টাগ্রাম একাউন্ট থেকে লিখেছেন, “একটি বিরল স্নায়ুগত সমস্যায় ভুগছেন তিনি। যার কারণে আস্তে আস্তে হ্রাস পেয়েছে তার শ্রবণ ক্ষমতা। বেশ কিছুদিন আগে বিমানবন্দর এলাকা থেকে বেরোনোর পথে হঠাৎ করেই তিনি কানে কিছু শুনছিলেন না। সেখান থেকেই তার সমস্যার শুরু। ইতি মধ্য তার চিকিৎসা নেয়াও শুরু হয়ে গিয়েছে।
অলকা ইয়াগনিক তার ভক্তদের উদ্দেশ্যে কিছু পরামর্শ দিয়েছেন। উচ্চ মাত্রার শব্দ এবং অতিরিক্ত হেডফোন ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। যাতে করে তার মত সমস্যায় আর কারো পড়তে না হয়।
অলকা ইয়াগনিকের এই পোস্ট দেখার পর থেকে ভক্তদের ছাড়াও আরো বেশ উদ্বিগ্ন দেখা দিয়েছে সনু নিগাম এবং ইলা অরুনের মত অনেক শিল্পীদের।
শ্রবণশক্তি হারাতে বসেছেন অলকা ইয়াগনিক
তারা অলকা ইয়াগনিককে কমেন্টের মাধ্যমে সমবেদনা জানিয়েছেন এবং যথাসম্ভব চিকিৎসা কার্যক্রম চালানোর পরামর্শ দিয়েছেন।।
অলকা ইয়াগনিক এর ওই পোস্টে সনু নিগম কমেন্ট করেছেন, ” আমার মনে হয়েছিল সবকিছু ঠিক নেই। আমি খুব শীঘ্রই তোমার সাথে দেখা করব। দ্রুত সেরে উঠো”।
অলকা ইয়াগনিক মাত্র ৬ বছর বয়স থেকেই আকাশবাণী রেডিওতে গান শুরু করেন। তারপর ১০ বছর বয়সে চলে আসেন মুম্বাইতে। কিন্তু তার বয়স কম হয় তাকে পরামর্শ দেওয়া হয় আরেকটু গানের কন্ঠ পরিণত হলে আসার জন্য।
তারপর ১৯৮০ সালে পায়েল কি ঝংকার সিনেমাতে প্রথম প্লেব্যাক করেন অলকা ইয়াগনিক। তবে অলকা ইয়াগনিক সবচাইতে বেশি জনপ্রিয়তা লাভ করেন ১৯৮৮ সালে “এক দো তিন” গানের মাধ্যমে। গানটি তেজাব সিনেমার ছিল।
প্রায় ৪ দশকের ক্যারিয়ারে অলকা ইয়াগনিক প্রায় হাজারের উপর গান গেয়েছেন। ২৫ টি আলাদা আলাদা ভাষায় তিনি প্রায় ২১ হাজারের বেশি গান গেয়েছেন। সেই সাথে বিবিসির সেরা ৪০ টি হিন্দি গানের তালিকায় অলকা ইয়াগনিকের গানই ২০ টি।
পুস্পার ২ সিনেমার রিলিজ ডেট আবারও পেছানো হয়েছে। পরবর্তী ডেট জানার জন্য এখানে প্রবেশ করুন।