এসি দুর্ঘটনায় মারা গেলেন শিশু আয়ান ও তার মা সহ আরও ২ জন
- আপডেট সময় : ১১:৩৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এয়ারকন্ডিশন দুর্ঘটনায় দগ্ধ হয়ে মারা গিয়েছেন শিশু আয়ান (৩), তার মা রক্সি আক্তার (২২)। আজ শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে শনিবার দুপুর ২ টার দিকে মারা যান শিশু আয়নের নানা আব্দুল মান্নান। তার ২ দিন আগে বুধবার ভোর ৪ টার দিকে শিশু আয়নের খালা ফতুয়া আক্তারের মৃত্যু হয়। এরপর শিশু আয়ান ও তার মা মিলে একই পরিবারের চারজন মারা গিয়েছে বিগত কয়েক দিনে।
শিশু আয়নের পরিবারের মাধ্যমে জানা যায়, আয়ানের মা রুক্সি আক্তারের মাথায় ব্রেন টিউমার হয়েছে। তার ব্রেন টিউমারের জন্য অপারেশন করতে গত ১ জুন তিনি ও তার বাবা, বোন এবং শিশু আয়ান সহ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ব্লকে নিচের একটি বাসায় ওঠেন। ওই বাসার ভাড়া ছিল দিনে ১৫০০ টাকা। তারপর রুক্সি আক্তার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত ৬ জুন রক্সি আক্তারের ব্রেন টিউমারের অপারেশন করানো হয়। অপারেশন শেষ হওয়ার পরে ভাড়া নেওয়া ঐ কক্ষ থেকে নিয়মিত চিকিৎসা সেবা নিয়ে আসছিলেন।
কিন্তু গত সোমবার হঠাৎ করেই ওই রুমের বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ আসার ব্যাপারে খবর নিতে ঐ কক্ষ থেকে বের হন আহমদ মোস্তফা।
এসি দুর্ঘটনায় মারা গেলেন শিশু আয়ান ও তার মা সহ আরও ২ জন
আহমদ মোস্তফা কক্ষ থেকে বের হওয়ার ৩০ সেকেন্ড পরেই এসি দুর্ঘটনায় দগ্ধ হয়ে শিশু আয়ান সহ পরিবারের চারজন আহত হন।
তারপর একে একে পৃথিবীর মায়া ছেড়ে চলে যান শিশু আয়ান, তার মা ও পরিবারে আরও দুইজন।
আমরা বড় বড় বিল্ডিং এ এসি দুর্ঘটনার কথা প্রায়ই শুনে থাকি। বাসা বাড়ির যে যন্ত্রটি আমাদের তীব্র গরমের স্বস্থি দেয় এবং আরাম দেয় মুহূর্তেই সেটি হতে পারে প্রাণ নাশোে কারণ।
এসি দুর্ঘটনা সাধারণত হয়ে থাকে আমাদের সামান্য কিছু অসচেতনতার জন্য। তাই আপনাদের যাদের বাসায় এসি আছে তারা অবশ্যই এর রক্ষণাবেক্ষণের ব্যাপারগুলি ভালো করে জেনে নেবেন।
নিজে যদি এসি রক্ষণাবেক্ষণ করতে না পারেন তাহলে এগুলো পরিষ্কার করার জন্য লোক ভাড়া পাওয়া যায়। তাদেরকে দিয়ে নিয়মিত এসি পরিস্কার রাখুন। সেই সাথে আপনার অবশ্যই এসির কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা ধারণা রাখতে হবে। তাহলে সুরক্ষিত থাকবেন আপনি এবং আপনার ভালোবাসার পরিবার।