অভিষেক শর্মা ভেঙ্গে দিলেন বিরাট কোহলির রেকর্ড
- আপডেট সময় : ০২:১২:১৭ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
চলমান আইপিএলে সবার নজর কেড়েছে ভারতীয় ক্রিকেটার অভিষেক শর্মা। ইতি মধ্য ক্রিকেট জগতে একটি রেকর্ড করে ফেলেছেন তিনি। ভেঙেছেন বিরাট কোহলির ৮ বছরে পুরনো ছক্কা মারার রেকর্ড।
সম্প্রতি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬৬ রানের ইনিংস খেলেছেন মাত্র ২৮ বলে। আবার ছক্কা মেরেছেন ৫ টি এই বা হাতি ক্রিকেটার অভিষেক শর্মা। আইপিএলের চলতি মৌসুমে এখন পর্যন্ত অভিষেক শর্মা ছক্কা মেরেছেন ৪১ টি। যা আইপিএলের ইতিহাসে এক মৌসুমে সবচাইতে বেশি ছক্কা মারা ভারতীয় ক্রিকেটার তিনি।
এর আগে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল বিরাট কোহলি। ২০১৬ সালে তিনি একটি ইনিংসে ৩৮ ছক্কা হাঁকিয়েছিলেন। অবশ্য অনেকেই ধারণা করছেন চলতি মৌসুমে নিজের রেকর্ড নিজেই ভাঙতে পারবেন বিরাট কোহলি। এখন পর্যন্ত এই মৌসুমে বিরাট কোহলির ছক্কা মেরেছেন মোট ৩৭ টি। অর্থাৎ আর ২ টি ছক্কা মারলেই তার নিজের রেকর্ড ভেঙে যাবে।
আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেটের এক মৌসুমের সবচাইতে বেশি ছক্কার রেকর্ডটি ছিল ক্রিস গেইলের। ২০১২ সালের এক মৌসুমে তিনি ৫৯ টি ছক্কা হাঁকিয়েছিলেন। সেই সাথে ২০১৩ সালে ৫১ টি ও ২০১১ সালের ৪৬ টি ছক্কার রেকর্ড রয়েছে তার ঝুলিতে।
অভিষেক শর্মা ভেঙ্গে দিলেন বিরাট কোহলির রেকর্ড
এদিকে অভিষেক শর্মা চলতি মৌসুমে ১৩ টি ম্যাচে অংশগ্রহণ করে মোট রান করেছেন ৪৬৭। সেই সাথে হাফ সেঞ্চুরি করেছেন ৩ টি। এবারের আইপিএলে হায়দ্রাবাদ টিমের প্লে অফ এ ওঠার পেছনে সবচাইতে বড় ভূমিকা পালন করছেন অভিষেক শর্মা।
তরুণ ক্রিকেটার অভিষেক শর্মা জন্মগ্রহণ করেন ২০০০ সালের ৪ সেপ্টেম্বরে। ২০১৭ সালে পাঞ্জাবের হয়ে ক্রিকেট জগতে তার অভিষেক হয়। পাঞ্জাবের হয়ে তার ফাস্ট ক্লাস ক্রিকেটে অবশ্যই খেলা ২০১৭ সালে রঞ্জি ট্রফি চলাকালীন সময়ে।
তরুণ ক্রিকেটে আর অভিষেক শর্মা সর্বপ্রথম ২০১৮ সালে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করেন ভারতীয় ক্রিকেট টিমের পক্ষ হতে। তারপর ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তাকে নিলামে তুলে ৫.৫ মিলিয়ন রুপিতে কিনে নেয়। তরুণ ক্রিকেটার হিসেবে অভিষেক শর্মা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সেই সাথে বিরাট কোহলির ছক্কা মারার রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন করে আলোচনায় এসেছে।
জংলি সিনেমাতে নায়ক সিয়ামের বিপরীতে অভিনয় করছেন নায়িকা দীঘি। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।