হোয়াটসঅ্যাপে যে কাজগুলো করা উচিত নয়
- আপডেট সময় : ০৯:৫২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
ফেসবুক মেসেঞ্জারের পাশাপাশি হোয়াটসঅ্যাপের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী বৃদ্ধির পাশাপাশি এটিতে বিভিন্ন প্রতারণামূলক কার্যক্রমও পরিলক্ষিত হচ্ছে। তাই নিজের তথ্য কে সুরক্ষিত রাখতে হোয়াটসঅ্যাপে যে কাজগুলো করা উচিত নয় সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করা হলো।
প্রোফাইল পিকচার
নিজের পরিচিতি প্রসারের জন্য অনেকেই হোয়াটসঅ্যাপে ছবি ব্যবহার করেন। তবে নিজের ছবি ব্যবহারের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। আপনি হোয়াটসঅ্যাপের প্রাইভেসি অপশন থেকে ছবিটিকে প্রাইভেট করে দিতে পারবেন। এতে করে আপনার নম্বরের তালিকায় নেই এমন কোন ব্যক্তি আপনার হোয়াটসঅ্যাপের ছবি দেখতে পারবে না।
ইনভাইটেশন পাঠানো
অনেকেই এবার হোয়াটসঅ্যাপে থাকা নম্বরগুলোতে ইনভাইটেশন পাঠিয়ে থাকেন। এতে করে লিস্ট থেকে অনেক আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব অথবা কলিগরা বিরক্ত হতে পারেন। তাই এ ধরনের কাছ থেকে বিরত থাকুন। হোয়াটসঅ্যাপে যে কাজগুলো করা উচিত নয় তার মধ্যে এটি অন্যতম।
কোন কিছু ফরওয়ার্ড করা
গুজব ছড়ানোর ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলো সবচাইতে বেশি ব্যবহার করা হয়। আমরা অনেক সময় না বুঝেই কিংবা ভালো করে যাচাই না করে অনেক ছবি কিংবা ভিডি ফরওয়ার্ড করে থাকি। এতে করে যেরকম সামাজিক সমস্যা বৃদ্ধি পায় ঠিক তেমনিভাবে আইনের জটিলতায় পড়তে পারেন। তাই কোন কিছু ফরওয়ার্ড করার আগে অবশ্যই ভালো করে বিষয়টি নিশ্চিত হয়ে নেবেন। তাই হোয়াটসঅ্যাপে এই কাজগুলো করা অবশ্যই উচিত নয়।
হোয়াটসঅ্যাপে যে কাজগুলো করা উচিত নয়
হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করা
বন্ধুবান্ধব কিংবা আত্মীয়-স্বজনদের সাথে দ্রুত যোগাযোগ করার জন্য আমরা হোয়াটসঅ্যাপে গ্রুপ ওপেন করে থাকি। অনেক সময় কারো অনুমতি না নিয়ে তাদেরকে গ্রুপে যুক্ত করি। এতে করে অনেকেই বিব্রত করে পরিস্থিতিতে পড়ে যায়। মনে মনে বিরক্ত হলেও হয়তো মুখ ফুটে বলতে পারে না। যদি গ্রুপ খোলা জরুরী হয়ে পড়ে তাহলে অবশ্যই সবার অনুমতি নিয়ে তারপর তাদেরকে অ্যাড করা উচিত।
প্রতারকদের মেসেজ
অনেক সময় হোয়াটসঅ্যাপে বিভিন্ন রকম লটারি কিংবা বড় পুরস্কার জেতার অফার দিয়ে থাকে প্রতারকরা। তাদের পাঠানো কোন মেসেজে চাপ দেবেন না। এতে করে তারা আপনার কম্পিউটার কিংবা মোবাইলের সহজেই ভাইরাস প্রবেশ করিয়ে দিতে পারে।
হোয়াটসঅ্যাপ ডাউনলোড
হোয়াটসঅ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই গুগল প্লে স্টোরে এবং হোয়াটসঅ্যাপের অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করবেন। তৃতীয় পক্ষের কোন সাইট হতে অ্যাপ ইন্সটল করবেন না। এত করে আপনার তথ্য সুরক্ষিত থাকবে।
হোয়াটসঅ্যাপ ব্যাকআপ
হোয়াটসঅ্যাপের তথ্যগুলো সাধারণত অটোমেটিক ভাবে গুগল ড্রাইভে ব্যাকআপ হয়ে থাকে। এতে করে ডিভাইস অনেকটা স্লো হয়ে যায়। চাইলে আপনি এই অপশনটি বন্ধ রাখতে পারেন।
এছাড়াও আপনি যদি হোয়াটসঅ্যাপের পলিসিগুলো না মেনে চলেন তাহলে তারা আপনার একাউন্ট চিরতরে বন্ধ করে দিতে পারে। তাই হোয়াটসঅ্যাপে যে কাজগুলো করা উচিত নয় সেগুলো অবশ্যই মেনে চলবেন।