শাকিব খানের তুফান দেখে কি বললেন দর্শকরা
- আপডেট সময় : ০৯:২৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
সিনেমা হলের টিকিট কাউন্টার এবং প্রবেশ পথে দর্শকদের উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরে সিনেমা হল কর্তৃপক্ষ থেকে ঘোষণা আসলো আজকের সব টিকেট বিক্রি শেষ হয়ে গেছে। হলে সামনেই শোরগোল দেখা গেল। সেই সাথে হতাশ হয়ে অধিকাংশ দর্শকই পরের দিনের তুফানের টিকেট কিনে বাড়ি ফিরলেন।
চলতি বছরের ঈদুল আযহা কে কেন্দ্র করে তুফান সিনেমার জন্য এমনই হুলস্থুল কান্ড দেখা গিয়েছে বিভিন্ন সিনেমা হলের সামনে।
আজ শুক্রবার সুগন্ধা সিনেমা হলে তুফান সিনেমার মোট ৩ টি প্রদর্শনী হওয়ার কথা ছিল। দুপুর ১২ টার প্রদর্শনীতে শেষ হওয়ার আগেই সন্ধ্যার প্রদর্শনীর টিকেটেও বিক্রি শেষ হয়ে যায়। দুপুর আড়াইটার থেকেই হলের সামনে ভিড় করছেন দর্শকরা তুফান দেখার জন্য। অনেকেই আবার তুফান সিনেমার টিকেট না পেয়ে হতাশ মনে ফিরে যাচ্ছেন।
শাকিব খানের তুফান সিনেমা নিয়ে বেশ কয়েকজন দর্শকের সাথে কথা হয়। মজার ব্যাপার হচ্ছে এদের অনেকেই দ্বিতীয়বারের জন্য তুফান সিনেমা দেখতে এসেছেন। এ ব্যাপারে জানতে চাইলে একজন দর্শক বলেন, সুপারস্টার শাকিব খানের সিনেমা এজন্যই আবার দেখতে আশা।
শাকিব খানের তুফান দেখে কি বললেন দর্শকরা
শাকিব খান কেন সুপারস্টার এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন, শাকিব খান তার সিনেমায় অসাধারণ লুক এবং অভিনয় দিয়েই প্রমাণ করে দিয়েছেন যে তিনি বাংলাদেশের সুপারস্টার।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত ১৭ জন মুক্তি পেয়েছে অ্যাকশন ঘরনার সিনেমা তুফান। তুফান সিনেমার পোস্টার এবং টিজার থেকে শুরু করে রিলিজ ডেট পর্যন্ত সবসময়ই বেশ উত্তেজনার ছিল। বাংলাদেশে সাধারণত এ ধরনের অ্যাকশন এবং অসাধারণ লুকের সিনেমা আগে কখনো দেখা যায়নি।
তুফান সিনেমার শাকিব খানকে ডাবল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে পাড়া মহল্লার খুবই সাধারণ স্বভাবের ছেলে শান্ত। গালিব বিন গনি ওরফে তুফান নামের আরেকটি চরিত্রে দুর্দান্ত লুকে দেখা যায় শাকিব খানকে। তার অভিনয় দেখেই বুঝা যায় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন তুফান চরিত্রে।
তুফান সিনেমার গল্প যাই হোক না কেন সবচাইতে বেশি মন কেড়েছে শাকিব খানের অসাধারণ লুক এবং অভিনয়।
রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন ভারতের নায়িকা মিমি চক্রবর্তী, নাবিলা রহমান, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু ছাড়াও আরো অনেক জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রী।