দুই তিন ঘন্টা পেটানোর হুমকি দিলেন নায়িকা বুবলি
- আপডেট সময় : ১১:২৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
সাংবাদিকদের ক্যামেরার সামনে রীতিমতো ২-৩ ঘণ্টা পেটকানোর হুমকি দিয়েছেন নায়িকার শবনম বুবলী। সম্প্রতি ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী এবং শরিফুল রাজের বিয়ে নিয়ে বেশ গুন্জন উঠেছে।
এই গুঞ্জনের নেপথ্যের সবচাইতে বড় অবদান ছিল উইকিপিডিয়ার। মূলত সেখান থেকেই বিয়ের গুঞ্জন টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। কারণ উইকিপিডিয়া সেই আর্টিকেলে স্বামী হিসেবে বুবলীর পাশে শরিফুল রাজের নাম দেখা যাচ্ছে। কিন্তু উইকিপিডিয়াতে যে কেউ তথ্য আপডেট বা আপলোড করতে পারে।
যার কারণে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যান নায়িকার শবনম বুবলীর এবং শরিফুল রাজ। সেইসাথে বিরূপ প্রতিক্রিয়া দেখান নায়িকা পরীমনিও। ওই উইকিপিডিয়ার লেখাটির ভাষ্য মতে নায়িকা শবনম বুবলী এবং শরিফুল রাজ বিয়ে করেছেন।
এই বিষয়টা নিয়ে সম্প্রতি সংবাদ মাধ্যমে কথা বলেন নায়িকা শবনম বুবলী। শরিফুল রাজের সাথে তার বিয়ের প্রসঙ্গে প্রশ্ন করা হয় ও প্রেস ব্রিফিংয়ে। প্রশ্ন শুনেই অনেকটা ক্ষেপে উঠেন। সেই সাথে বলেন, যারা এই তথ্যগুলো আপডেট করেছে তাদেরকে ধরে মিনিমাম কয়েক ঘন্টা পেটানো উচিত। মানুষ তাদের মনের নোংরামি এবং হিংসা থেকে এই ধরনের বাজে কাজ গুলো করে।
দুই তিন ঘন্টা পেটানোর হুমকি দিলেন নায়িকা বুবলি
ঈদুল আযহা কে কেন্দ্র করে বুবলী অভিনিত রিভেন্জ ছবিটি সারা বাংলাদেশ হল গুলোতে মুক্তি পাচ্ছে। অ্যকশন, রোমান্স, কমেডি ও ইমোশনাল প্লট নিয়ে এই ছবিটি তৈরি করেছেন মোঃ ইকবাল। যাতে নায়ক জিয়াউল রোশানের বিপরীতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন শবনম বুবলী।
এই ছবির ইন্টারভিউকে কেন্দ্র করে শরিফুল রাজের সাথে বিয়ের কথা তুললে সাংবাদিকদের উপরে অনেকটাই ক্ষেপে এবং মেজাজ হারান নায়িকা বুবলী।
এক সাংবাদিক প্রশ্ন করেন, এবার ঈদে তো তুফান আসছে, তুফানের তোড়ে আপনার সিনেমা টিকবে তো। এর আগের ঈদে তো আপনার সিনেমা চালাতে মন্ত্রী কে ফোন দিতে হয়েছিল। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে অনেকটাই ক্ষোভে ফেটে পড়েন সব নায়িকা বুবলী। সেই সাংবাদিককে সবার সামনে এনে প্রতিশোধ নেন তিনি।
বুবলি বলেন, আপনার কথার প্রমান থাকলে হাজির করুন আপনার প্রমাণ। আমি যে ফোন দিয়েছিলাম সেটার প্রমাণ দিতে না পারলে আমি বলব আপনারা হলুদ সাংবাদিকতা করছেন। আমার মনে হয় এখনই সময় এসেছে হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে আওয়াজ তোলার।
বুবলির মেজাজ হারানো দেখে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরিচালক।