সরকারি চাকরির ভাইভা টিপস
- আপডেট সময় : ০৫:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে রিটেন পরীক্ষার উত্তীর্ন হবার পর দ্বিতীয় ধাপ হচ্ছে সরকারি চাকরির ভাইভা। অনেক সময় এত দ্রুত সরকারি চাকরির ভাইভা শুরু হয়ে যায় যে প্রস্তুতি নেওয়া সম্ভব হয়ে ওঠে না। এতে অনেক সময় নিজের মধ্যে আত্মবিশ্বাস করা যায়।
তাই চাকরির ভাইভা পরীক্ষায় ভালো করার জন্য বেশ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করছি। এই টিপস গুলোর মাধ্যমে একদমই স্বল্প প্রস্তুতি নিয়ে ভাইবাতে আশা করি অনেক ভালো করতে পারবেন।
টেনশন মুক্ত থাকা
চাকরির ভাইভা পরীক্ষায় সবচাইতে ভালো করার উপায় হচ্ছে টেনশন এবং দুশ্চিন্তা মুক্ত থাকা। প্রিপারেশন যতটুকু হয়েছে অতটুকুই থাকুক। চাকরির ভাইভা পরীক্ষার আগের রাতে ভালোভাবে ঘুমিয়ে নেন। সম্ভব হলে নতুন কিছু না পড়ে আগের পড়াগুলো রিভিশন দিন।
নিজ জেলা সম্পর্কে জানুন
চাকরির ভাইভা পরীক্ষায় নিজ জেলা সম্পর্কে কিছু প্রশ্ন অবশ্যই করবে। তাই নিজ জেলার ইতিহাস, দর্শনীয় স্থান, বিখ্যাত ব্যক্তি ইত্যাদি সম্পর্কে ভালোভাবে আগে থেকেই জেনে রাখবেন।
ফরমাল ড্রেস পরা
যে কোন চাকরির ভাইভা পরীক্ষায় কখনোই ফরমাল ড্রেস ছাড়া ক্যাজুয়াল ড্রেস পরা উচিত নয়। সেটা সরকারি চাকরির ভাইভা হোক আর বেসরকারি চাকরির ভাইভা হোক। ফরমাল ড্রেসের পাশাপাশি সুন্দর করে চুল কেটে যাবেন। যথা সম্ভব ছোট চুল রাখবেন। কখনোই রংচোটা কোন পোশাক পড়ে চাকরির ভাইভা দিতে যাবেন না। ডার্ক কালারের কাপড় সবসময়ই পড়ার চেষ্টা করুন।
সময় মতো উপস্থিত হওয়া
যথাসময়ের পূর্বেই চাকরির ভাইভা পরীক্ষায় উপস্থিত হন। আগে উপস্থিত হয়ে কিছুক্ষণ বসে থাকলে মনের মধ্যে কিছুটা জোর পাবেন।
সরকারি চাকরির ভাইভা টিপস
চাকরির ভাইবা পরীক্ষা দেওয়ার সময়
ভাইভা বোর্ডে অবশ্যই অনুমতি নিয়ে প্রবেশ করবেন। তারপর সালাম দেবেন। যদি চাকরির ভাইভা পরীক্ষার পরীক্ষক আপনাকে অনুমতি দেয় তাহলে তবে বসবেন আর অনুমতি না দিলে বসবেন না। অনেক সময় পার হয়ে যাওয়ার পরেও যদি বসার অনুমতি না দেয় তাহলে অনুমতি চাইতে পারেন। বসার পর সবাইকে ধন্যবাদ দিবেন।
বাংলা ও ইংরেজি ভাষার ব্যবহার
আপনাকে যদি চাকরির ভাইভা বোর্ডে বাংলা ভাষায় প্রশ্ন করে তাহলে সুন্দর স্পষ্ট বাংলা ভাষায় উত্তর দিন। আর যদি ইংরেজি ভাষায় প্রশ্ন করে তাহলে ইংরেজি ভাষায় উত্তর দিন। কোন প্রশ্নের উত্তর নিয়ে তর্ক করা যাবে না। আপনি যেটা জানেন পরিষ্কারভাবে সেটাই বলে দেবেন। অনিমান নির্ভর কোন তথ্য দিবেন না।
অতিরিক্ত স্মার্টনেস পরিহার করুন
চাকরির ভাইভাতে অতিরিক্ত স্মার্টনেস দেখাবেন না। কোন প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রশ্নকর্তার দিকে তাকিয়ে উত্তর দিন। অবশ্যই শুদ্ধ বাংলা ব্যবহার করবেন।
চাকরির পরীক্ষার তেমন প্রিপারেশন না নিয়েও উপরের টিপস গুলো ফলো করে আপনি সুন্দরভাবে চাকরির ভাইভা দিতে পারবেন। ভাইবা বোর্ডে মূলত আপনার কনফিডেন্সই সব।