শশুরকে মা রার জন্য ১ কোটি টাকা খরচ করলেন পুত্রবধূ
- আপডেট সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
কিছুদিন আগে গাড়ি চাপায় মৃত্যু হয়েছে ৮২ বছর বয়সে এক বৃদ্ধ লোকের। প্রাথমিকভাবে বৃদ্ধের মৃত্যুকে সবাই দুর্ঘটনা বলেই মেনে নিয়েছিল। কিন্তু সম্প্রতি জানা গেল এই মৃত্যুর পেছনের আরেক রহস্যময় ঘটনা।
বৃদ্ধের ওই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ তদন্ত নেমে জানতে পারে এটি আসলে কোন গাড়ি দুর্ঘটনা নয়। পূর্ব পরিকল্পিতভাবে গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়ে মা রা হয়েছে।
পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে এক অকল্পনীয় ঘটনা। নিহত ওই বৃদ্ধ ব্যক্তির নাম পুরুষোত্তম। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৩০০ কোটি টাকা। তার নিজেরই পুত্রবধূ অর্চনা মণীশ এই টাকার লোভে দুর্ঘটনার নাটক সাজিয়েছেন। হাতিয়ে নিতে চেয়েছিলেন শ্বশুর পুরুষোত্তমের ৩০০ কোটি টাকার সম্পত্তি।
নিজেরই শশুরকে মা রার জন্য দুর্ঘটনার নাটক সাজাতে খরচ করেন ১ কোটি টাকা। তার জন্য একজন ভাড়াটে খু নিও ব্যবহার করেন অর্চনা মণীশ। তারপর খুনিকে একটি পুরনো ভাঙাচোরা গাড়ি কেনার টাকা দেন। যেই গাড়িকে চাপা দিয়েই বৃদ্ধকে মা রার পরিকল্পনা করেছিলেন। ভাড়াটে খুনির সঙ্গে আরও দুজন সহযোগীও ছিল এমনটাই জানা যায় ভারতীয় সংবাদমাধ্যম গুলো হতে।
শশুরকে মা রার জন্য ১ কোটি টাকা খরচ করলেন পুত্রবধূ
ঘটনার দিন পুরুষোত্তম নিজের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে যাচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি গাড়ি এসে তাকে সজোরে ধাক্কা মারে। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করন। ঘটনাস্থলেই প্রাণ চলে গিয়েছিল পুরুষোত্তমের।
স্বাভাবিকভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা হয়েছিল। তবে পুরুষোত্তমের পুত্রবধূর কিছু চলাফেরার দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর থেকে পুত্রবধূ অর্চনা মণীশের উপরে নজরদারি বৃদ্ধি করে ভারতের পুলিশ। তারপরেই তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসে আসল থলের বেড়াল। ১ কোটি টাকা খরচ করে নিজেরই শ্বশুরকে মা রার পরিকল্পনা করেছিলেন পুত্রবধূ অর্চনা মণীশ।
মূলত শশুরের এই দুর্ঘটনাকে যেন সবাই সহজ ভাবে মেনে নেয় তাই খুব নিখুঁত পরিকল্পনা করেন। কিন্তু বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে ধর্মের কল বাতাসে নড়ে। তাই দুর্ঘটনার পড় খুব বেশিদিন অতিবাহিত হতে পারেনি। মাত্র অল্প কয়েক দিনের মধ্যেই ধরা পড়ে যান পুত্রবধু অর্চনা মণীশ। ফাঁস হয়ে যায় তার সব কীর্তিকলাপ। যে ৩০০ কোটি টাকার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল সেটা তো নেওয়াই হলো না বরং এত বড় অপরাধের পরিবর্তে তাকে এখন সাজা ভোগ করতে হবে।
আলোচিত এই ঘটনাটি ঘটেছে আমাদের পাশের দেশ ভারতের মহারাষ্ট্রে।