যুক্তরাষ্ট্রের সুপার এইট বিদায় পাকিস্তানের
- আপডেট সময় : ১১:০২:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ৬৮ বার পড়া হয়েছে
এবার প্রকৃতিও যেন পাকিস্তানের সহায় ছিল না। আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের উপরে নির্ভর করেছিল বাবর আজমদের সুপার এইটে ওঠার ভাগ্য। উক্ত ম্যাচে যদি আয়ারল্যান্ড জিততে পারতো তাহলে পাকিস্তান সুপার এইটে ওঠার সম্ভাবনা ছিল। কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। বাবুর আজমদের জন্য দুঃসংবাদ দেখে এনেছে ফ্লোরিডার দুর্যোগপূর্ণ আবহাওয়া।
প্রকৃতি জুড়ে ভারী বৃষ্টি নামার জন্য মাঠে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে, যার কারণে ইতিমধ্যে বাতিল হয়ে গেছে যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ক্রিকেট ম্যাচ। ফ্লোরিডায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচটি বাতিল হওয়ার কারণে আইরিশদের মুখোমুখি হওয়ার আগেই বিশ্বকাপের আসা নিভে গেল বাবর আজমদের
সেই সাথে অফিশিয়াল ভাবে সুপার এইটে ওঠার সম্ভাবনা শেষ হয়ে গেল পাকিস্তানের সঙ্গে কানাডারও। কিন্তু আর যাই হোক যুক্তরাষ্ট্র এদিক থেকে বেশি এগিয়ে আছে। এই ম্যাচে পাওয়া মাত্র একটি পয়েন্টের সুপার এইটে উঠার সিঁড়ি এনে দিল যুক্তরাষ্ট্রকে। মার্কিনরা এই প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বিশাল বাজিমাত করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারত টানা তিনটি জয় নিয়ে “এ” গ্রুপ থেকে আগেই সুপার এইটের টিকেট নিশ্চিত করেছে। ভারতের সাথে পরের রাউন্ডের যাত্রী হল মার্কিন ক্রিকেটাররা। অনেক আগে থেকেই সুপার এইটের যাত্রায় বেশ ভালো অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্রিকেট ম্যাচ জয় করে তাদের অর্জন ছিল ৪ পয়েন্ট। সেই সাথে ফ্লরিডার বৈরি পূর্ণ আবহাওয়ার কারণে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিল যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের সুপার এইট বিদায় পাকিস্তানের
এদিকে তিনটি ম্যাচ খেলে পাকিস্তানের পকেটে জমা হয়েছে মাত্র ২ পয়েন্ট। পরবর্তী ম্যাচ যদি পাকিস্তান জিতেও যায় তাহলেও যুক্তরাষ্ট্রকে কোনভাবে পেছনে ফেলতে পারবে না।
অবশ্য বাবর আজমদের দল রানের দিক থেকে বেশ কিছুটা এগিয়েছিল। কারণ পাকিস্তানের রান রেট ০.১৯১, অপরদিকে যুক্তরাষ্ট্রের রান রেট হচ্ছে ০.১২৭। সেই হিসেবে আইরিশদের কাছে যদি আমেরিকা পরাজিত হতো তাহলে আয়ারল্যান্ডের বিপক্ষে কোনরকম জয় আনতে পারলেই পরের রাউন্ডে পৌঁছে যেতে পাকিস্তান।
কিন্তু দিনশেষে ওই একটা কথাই, প্রকৃতি যদি সহায় হয় না হয় তাহলে জেতা কঠিন হয়। ফ্লোরিডার বৈরি আবহাওয়া পাকিস্তানের জন্য বিদায়ের ঘন্টা নিয়ে এসেছে।
এদিকে ডি গ্রুপ থেকে বেশ সুবিধাজনক পজিশনে এসেছে বাংলাদেশ। গতকাল নেদারল্যান্ডকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে অনেকটাই সুপার এইটের দিকে এগিয়ে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এই ম্যাচে সাকিব আল হাসানের পাশাপাশি বেশ অবদান রাখেন তানজিদ হাসান।