এসি কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য
- আপডেট সময় : ০৮:৩১:৫২ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৭৫ বার পড়া হয়েছে
তীব্র গরমে একটুখানি ঠান্ডা বাতাস খাওয়ার জন্য অনেকেই বাসা বাড়ি কিংবা অফিস আদালতে এসি লাগাচ্ছেন। তাই তাড়াহুড়ো না করে এসি কেনার আগে জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এতে করে এসি কিনে প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই।
প্রচন্ড ব্যস্ততায় আমরা আবার অনলাইনে এসি কিনে থাকি। তার জন্য বেশ কিছু বিষয় মাথায় না রাখলে জলে যেতে পারে আপনার সমস্ত টাকা। তাই চলুন জেনে নেই। এসি কেনার আগে কোন কোন বিষয় গুলি বিবেচনা করে তারপর ক্রয় করতে হবে।
রুমের আয়তন অনুযায়ী সঠিক মাত্রার এসি
এটি এসি কেনার ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। রুমের আয়তন অনুযায়ী আপনাকে সঠিক মাত্রার এসি বাছাই করতে হবে। যদি আপনার রুমের আকার অনুযায়ী এসি প্রয়োজন হয় ৫ টনের কিন্তু আপনি এসি কিনলেন ২ টনের, সেক্ষেত্রে এসিতে অতিরিক্ত লোড পরার করণে দুর্ঘটনা ঘটতে পারে।
সাধারণ হিসাব অনুযায়ী ১০০ থেকে ১২০ বর্গফুট রুমের জন্য ১ টনের এসি যথেষ্ট। ১৫০ বর্গফুট বা এর আশেপাশের আয়তনের রুমের জন্য ১.৫ টনের এসি ঠিক আছে। রুমের আয়তন এর চেয়ে বড় হলে কমপক্ষে ২ বা তার চাইতে অধিক টনের এসি কেনা প্রয়োজন। এসি কেনার আগে রুমের আয়তনের হিসাবটি অবশ্যই মাথায় রাখবেন।
উইন্ডো এসি কিনবেন নাকি স্প্লিট এসি কিনবেন
স্প্লিট এসির সুবিধা হচ্ছে এর কম্প্রেসার ঘরের বাইরে রাখা যায়। যার কারণে ঘরের ভেতরে এসির শব্দ হয় না। কিন্তু স্প্লিট এসির জন্য ঘরের দেয়াল ভাঙতে হবে।
অপরদিকে উইন্ডো এসি লাগানোর জন্য ঘরের দেয়াল ভাঙ্গতে হয় না কিন্তু বন্ধ হয়ে যেতে পারে একটি জানালা। এতে করে ঘরে এসি বন্ধ রাখলে আলো বাতাস কমে যেতে পারে। তাই এসি কেনার আগে এটি ভালো করে ভেবেচিন্তে নিন।
এসি কেনার আগে জেনে নিন গুরুত্বপূর্ণ কিছু তথ্য
ইনভার্টার এসি
নন ইনভার্টার এসিগুলোতে প্রচুর পরিমাণে বিদ্যুৎ খরচ হয়। ইনভার্টার এসিগুলোতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় ঘর ঠান্ডা হলে অটোমেটিক এর কম্প্রেসার বন্ধ হয়ে যায়। তাই আমি মনে করি অবশ্যই ইনভার্টার এসি কেনা উচিত। অবশ্য আপনি এসি কিনার আগে ভালোভাবে ভেবে চিন্তে নিতে পারেন।
ভালো মানের ফিল্টার দেখে কিনুন
এসির ফিল্টার বাতাস হতে ময়লা এবং অন্যান্য জীবাণু দূর করে। এতে করে ঘরের পরিবেশ অনেক সুন্দর থাকে। ফিল্টার ভালো না হলে এসিতে ময়লা জমে সেটি নষ্ট হয়ে যেতে পারে এবং দুর্গন্ধ যুক্ত বাতাস বের হতে পারে।
তাছাড়া এসির ফিল্টার যদি ভালো না হয় সেটা পরিষ্কার করা বেশ কঠিন হয়ে যায়। তাই আপনি যেই ব্র্যান্ডেরই এসি কিনুন না কেন, এসি কেনার আগে সেটার ফিল্টার কেমন ভালো করে দেখে নিন। এতে করে ভবিষ্যৎ অনেক ঝামেলা থেকে রেহাই পাবেন।
কোন ব্র্যান্ডের এসি কিনবেন
বাজারে ওয়ালটন থেকে শুরু করে বিভিন্ন বিদেশি দামি দামি ব্র্যান্ডের এসি বিক্রি হয়। আপনি যে কোন ব্র্যান্ডের এসি নিতে পারেন। দেশীয় পণ্য চাইলে ওয়ালটন কিংবা বিদেশি পণ্য চাইলে Gre নিতে পারেন। এসি কেনার আগে দেখে নিবেন কোন ব্র্যান্ডের এসি আপনার আশেপাশে সার্ভিস সেন্টার রয়েছে। এতে করে যে কোন সমস্যার সম্মুখীন হলে দ্রুত সার্ভিস করে নিতে পারবেন।
বিদ্যুৎ খরচ
গরম কিংবা শীতে সবসময়ই এখন মানুষ এসি ব্যবহার করে। যেহেতু এটি আপনি সারা বছর ব্যবহার করবেন তাই এসি কেনার আগে বিদ্যুৎ খরচের ব্যাপারটি মাথায় রাখবেন। এসির গায়ে রেটিং যত বেশি থাকবে সেই এসি তত কম বিদ্যুৎ খরচ করবে। তাই এসি কেনার আগে এই ব্যাপারটি ভালো করে যাচাই করে নিবেন।
এসি কেনার নিয়ম এবং প্রয়োজনীয় তথ্যগুলো তো জানলেন। এসি লাগানো শেষ হয়ে গেলে অবশ্যই সেটির নিয়মিত মেইনটেনেন্স এবং পরিষ্কার রাখবেন। তা না হলে ঘটে যেতে পারে যে কোন অনাকাঙ্খিত দুর্ঘটনা।