মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায়
- আপডেট সময় : ১২:৩৫:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
প্রতিদিনের ব্যক্তিগত কাজ কিংবা অফিসের কাজে মোবাইল ফোন একটি অপরিহার্য অংশ। তবে অনেক সময় মোবাইল ফোন চার্জ হতে অতিরিক্ত সময় লাগায় পড়তে হয় বেশ বিড়ম্বনায়। তাই আজকে আর্টিকেলটি পড়ে জেনে নিন কিভাবে মোবাইল ফোন দ্রুত চার্জ করা যায়।
মোবাইল ফোন যত বেশি ব্যবহার করবেন চার্জ তত দ্রুত শেষ হবে। তবে মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায় যদি আপনার জানা থাকে তাহলে হয়তোবা এ সকল বিড়ম্বনা থেকে কিছুটা রেহাই পাবেন।
মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায় অনেক রয়েছে। তবে সে সকল উপায় গুলোর মধ্যে সবচাইতে কার্যকরী পদ্ধতি গুলো আপনাদের সাথে শেয়ার করছি। যেগুলো অনুসরণ করে স্বাভাবিকের চাইতে কম সময়ে মোবাইল ফোন দ্রুত চার্জ করতে পারবেন।
টিপস – ১
মোবাইল ফোন যখন চার্জ হবে তখন সেটি ব্যবহার থেকে বিরত থাকুন। সেই সাথে মোবাইলে চলমান থাকা সকল প্রকার অ্যাপ কিংবা কোন ডাউনলোড অন করা থাকলে সেগুলি অফ করে দিন। মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায় গুলির মধ্যে এটি সবচাইতে কার্যকরী।
টিপস – ২
আমরা অনেক সময় কেবলের মাধ্যমে আমাদের ডেক্সটপ কিংবা ল্যাপটপ থেকে মোবাইল ফোন চার্জ করে থাকি। কিন্তু এটা করে মোবাইলের ব্যাটারিতে সঠিক পরিমাণে বিদ্যুৎ সরবরাহ হয় না। ফলে মোবাইল চার্জ হতে অনেক সময় লাগে। মোবাইল দ্রুত চার্জ করার জন্য সরাসরি বিদ্যুতের লাইন ব্যবহার করুন।
মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায়
টিপস – ৩
আপনি যখন প্রিয় স্মার্টফোনটি চার্জে দিবেন তখন খেয়াল করে দেখবেন ব্যাকগ্রাউন্ডে কোন অ্যাপ রানিং অবস্থায় আছে কিনা। থাকলে সেগুলো বন্ধ করে দিন।
টিপস – ৪
মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায় গুলোর মধ্যে আরেকটা কার্যকরী পদ্ধতি হচ্ছে বন্ধ করে কিংবা ফ্লাইট মোড অন করে চার্জ দেওয়া। এতে করে অল্প সময়ের মধ্যে আপনার ফোনটি চার্জ সম্পূর্ণ হয়ে যাবে।
টিপস – ৫
মোবাইল ফোন দ্রুত চার্জ করার জন্য এর ডাটা কিংবা ওয়াইফাই অফ করে রাখুন। মোবাইলের ইন্টারনেট সংযোগ থাকলে সেটি প্রতিনিয়ত ব্যাটারির চার্জ ড্রেইন করতে থাকে। তাই প্রয়োজন না থাকলে সংযোগ বন্ধ করে চার্জে দিন।
ব্যস্ত জীবনে মোবাইল ফোন বারবার চার্জে দেওয়া বেশ বিরক্তিকর ব্যাপার। আশা করি মোবাইল ফোন দ্রুত চার্জ করার উপায় গুলি জানার মাধ্যমে আপনি সেই বিরক্তি হতে কিছুটা রেহাই পাবেন। তবে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি আপনার মোবাইল ফোনে ধীরে ধীরে চার্জ উঠে কিংবা অল্প সময়ের মধ্যে চার্জ শেষ হয়ে যায় তাহলে ব্যাটারি অথবা চার্জার পরিবর্তন করুন। এতে করে মোবাইল ফোন দ্রুত চার্জ হয়ে যাবে।
এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়েও শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস চলবে। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।