পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়
- আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৬১ বার পড়া হয়েছে
তোমরা যারা ইতিমধ্য কলেজে লেখাপড়া করছো আবার সদ্যই কলেজে ভর্তি হচ্ছো তারা পড়াশোনার পাশাপাশি আয় করার উপায় গুলি জানো? যদি না জেনে থাকো তাহলে চলো জেনে নেই কিভাবে পড়াশোনার পাশাপাশি আয় করতে পারো।
টাকা আয় করার অনেক পদ্ধতি রয়েছে। কিন্তু লেখাপড়া এবং টাকা ইনকাম একসাথে চালিয়ে যাওয়া বেশ কঠিন একটি কাজ। তাই আমি তোমাদেরকে পড়াশোনার পাশাপাশি আয় করার উপায় গুলি সম্পর্কে বলবো যেগুলি তোমরা খুব সহজেই করতে পারো এবং তোমাদের লেখাপড়ায় কোনো ক্ষতি না হয়।
টিউশনি
পড়াশোনার পাশাপাশি আয় করার উপায় গুলোর মধ্যেও টিউশনি হচ্ছে সবচাইতে ভালো উপায়। এতে মাথার মধ্যে বাড়তি কোন টেনশন নিতে হয় না। তাই তোমরা যেই কলেজে বা প্রতিষ্ঠানে লেখাপড়া করো তার আশেপাশে টিউশনি খুঁজে নিতে পারো। কিংবা চাইলে ছোট ছোট কোচিং গুলোতে পার্ট টাইম চাকরি নিতে পারো সেটাও টেউশনির মতোই।
ফ্রিল্যান্সিং
তোমাদের কাছে যদি একটা ল্যাপটপ/কম্পিউটার কিংবা ইন্টারনেট সংযোগ থাকে তাহলে পড়াশোনার পাশাপাশি আয় করার উপায় হচ্ছে ফ্রিল্যান্সিং করা। ফ্রিল্যান্সিং এর মধ্য ব্লগিং ইউটিউবিং, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং সহ নানা ধরনের কাজ রয়েছে। তোমদের শুধু কষ্ট করে ৬/৭ মাস ধৈর্য ধরে যেকোনো একটি কাজ শিখতে হবে। তারপর লেখাপড়ার পাশাপাশি তো নয়ই বাকি সারা জীবনই তোমরা ফ্রিল্যান্সিং করে ভালো টাকা ইনকাম করতে পারো।
পড়াশোনার পাশাপাশি আয় করার উপায়
ক্ষুদ্র ব্যবসা
শহর এলাকাগুলোতে প্রায়ই দেখা যায় বিভিন্ন কলেজ এবং ইউনিভারসিটির শিক্ষার্থীরা ছোট ছোট ভ্রাম্যমান কাপড়ের দোকান চায়ের দোকান, আইসক্রিমের দোকান বা খাবারের দোকান চালাচ্ছে। আমি মনে করি লেখাপড়ার পাশাপাশি আয় করার উপায় গুলোর মধ্যে এটি সবচাইতে বেস্ট। একা একা সম্ভব না হলে কয়েকজন বন্ধু মিলে ছোট একটি ভ্যান সুন্দর করে সাজিয়ে এ ধরনের যেকোন বিজনেস শুরু করে দিতে পারো।
ক্রমবর্ধমান দ্রব্যমূল্য বৃদ্ধির যুগে আয়ের সাথে খরচের ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। আর আমি মনে করি ছাত্র জীবন থেকেই ইনকাম শুরু করা উচিত। তাই লেখাপড়ার পাশাপাশি আয় করার উপায় গুলি কাজে লাগিয়ে তোমরাও শুরু করতে পারো নিজেদের ক্ষুদ্র বিজনেস কিংবা ক্যারিয়ার। কে জান হয়তো একদিন ের থেকে বড় বিজনেস দাঁড় করাতে পারবে।
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে আইপিএস কেনার কথা ভাবছেন? আইপিএস কেনার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা থাকা দরকার। সেগুলো জানতে এখানে প্রবেশ করুন।