আইপিএস কেনার টিপস
- আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
তীব্র গরমে ভালোভাবে বেঁচে থাকার যেন কঠিন হয়ে পড়ছে। সেই সাথে লোডশেডিং তো আছেই। তাই সামান্য সস্থির জন্য অনেকেই আইপিএস কেনার চিন্তাভাবনা করছেন। তাই আমি আজকে আপনাদেরকে আইপিএস কেনার টিপস গুলি জানাবো।
বাজারে অনেক ধরনের আইপিএস পাওয়া যায়। ভিন্ন ভিন্ন ব্র্যান্ড, ভিন্ন ভিন্ন মডেল কিংবা ভিন্ন ভিন্ন ক্যাটাগরিন আইপিএস রয়েছে। তাই আইপিএস কেনার টিপস গুলি ভালোভাবে জেনে নিন এবং সিদ্ধান্ত নিন কোন ধরনের আইপিএসটি আপনার জন্য সবচাইতে বেশি উপযোগী হবে।
আপনি যদি বাসা, দোকান কিংবা অফিসের জন্য আইপিএস কিনতে চান তাহলে কেনার আগে অবশ্যই নিম্নোক্ত বিষয়গুলি আছে কিনা অবশ্যই যাচাই করে নিবেন।
আইপিএসটি সাইন ওয়েভ কিনা
আইপিএস কেনার সময় আমরা অনেক ব্যাপার গুলোই ভুলে যাই। আইপিএস যদি পিওর সাইন ওয়েভ না হয় তাহলে কারেন্ট যাওয়ার পর ভোল্টেজ উঠানামা করতে পারে। স্বাভাবিকভাবে কারেন্ট থাকার সময় যেই বিদ্যুৎ প্রবাহ থাকে আইপিএস পিওর সাইন ওয়েভ না হলে সেই বিদ্যুৎ প্রবাহটি বজায় থাকে না। তাই আইপিএস কেনার আগে অবশ্যই যাচাই করে নেবেন সেটি পিওর সাইন ওয়েভ কিনা। তা না হলে নষ্ট হয়ে যেতে পারে আপনার ফ্যান, কম্পিউটার, বাল্ব সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি।
ইউপিএস মোড আছে কিনা
আইপিএসে যদি ইউপিএস মোড না থাকে তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার পর প্রত্যেকটি যন্ত্রপাতি রিস্টার্ট নিবে। এতে করে ইলেকট্রনিক্স যন্ত্রপাতি গুলোর ক্ষতি হতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তাই আইপিএস কেনার আগে অবশ্যই যাচাই করে নিবেন সেটিতে ইউপিএস মোড আছে কিনা। ইপিএস মোড বাসার সকল বৈদ্যুতিক যন্ত্রপাতিকে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করবে। আইপিএস কেনার টিপস টি অবশ্যই মাথায় রাখবেন।
আইপিএস কেনার টিপস
শতভাগ কপার ট্রান্সফরমার কিনা
আপনি যদি অ্যালুমিনিয়াম ট্রান্সফরমারের আইপিএস কিনেন তাহলে সেটায় শব্দ করবে। তাছাড়া বেশি দিন টেকসই হবে না। তাই আইপিএস কেনার সময় সেটার ট্রান্সফর্মার যেন শতভাগ অ্যালুমিনিয়ামের তৈরি হয় সেদিকে খেয়াল রাখবেন। অনেক সময় আবার অ্যালুমেলিয়াম এবং কপার মিশ্রিত থাকে। সেটিও কেনা যাবে না।
অটো কাট সিস্টেম আছে কিনা
ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরেও যদি আইপিএস ব্যাটারীতে চার্জ দিতে থাকে তাহলে ব্যাটারির লাইফটাইম কমে যায়। তাই অটো কাট সিস্টেম রয়েছে এরকম আইপিএস কিনতে হবে। চার্জ ফুল হলে আইপিএস ব্যাটারিকে বিদ্যুৎ সরবরাহ করা অটোমেটিক ভাবে বন্ধ করে দেয়। আইপিএস কেনার সময় টিপসটি মাথায় রাখবেন।
আইপিএস কেনার টিপসগুলো তো জানলেন সেই সাথে বেটারি কেনার সময়ও সতর্ক থাকবেন। চেষ্টা করবেন টিউবলার প্লেট ব্যাটারি কেনার জন্য। খরচ কমানোর জন্য ভ্যান কিংবা ট্রাকের ব্যাটারি ব্যবহার করবেন না।
রাজধানীর গুলশানে পুলিশের গুলিতে পুলিশ নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।