মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন জেনে নিন ডিবি প্রধানের কাছ থেকে
- আপডেট সময় : ০৯:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
আপনার প্রিয় মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে গেলে সরাসরি মোবাইল ফোন চুরির মামলা করবেন, এমনটাই পরামর্শ দিয়েছেন বাংলাদেশ গোয়েন্দা পুলিশের প্রধান মোঃ হারুন অর রশিদ। মোবাইল ফোন হারিয়ে যাওয়া রোধে কি কি সতর্কতা অবলম্বন করতে পারেন এবিষয়ে পরামর্শ দিয়েছেন তিনি।
গোয়েন্দা প্রধান বলেছেন নামাজের সময় অথবা পাঞ্জাবির পকেটে মোবাইল ফোন না রাখাই ভালো। এতে করে অসাবধানতাবশত হারিয়ে যেতে পারে আপনার প্রিয় মোবাইল ফোন। গত ৫ জুন বুধবার রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ গুলো দেন।
তিনি আরো বলেন, মোবাইল ফোন হারিয়ে গেলে অনেকেই জিডি করেন। কিন্তু তিনি মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সরাসরি চুরির মামলা করতে বলেছেন। অনেকেই আবার মোবাইল ফোন হারালে জিডিও করতে চান না।
অনেকেই আবার পুরাতন সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন ক্রয় করে। এক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা উচিত। অনেক অপরাধীরা মায়ের চিকিৎসার কথা বা বিদেশ যাওয়ার কথা বলে চুরি করা মোবাইল মানুষের কাছে কম দামে বিক্রি করে। এ সকল কেনা বেচার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকুন। আর যদি পুরাতন মোবাইল ফোন ক্রয় করতেই হয় সে ক্ষেত্রে সেই মোবাইল ফোন কেনার রশিদ, আইএমইআই ম্যাচিং বক্স ইত্যাদি বিষয়গুলো চেক করে নিবেন।
মোবাইল ফোন হারিয়ে গেলে কি করবেন
মোবাইল ফোন হারিয়ে যাওয়া ছাড়াও মোবাইল ফোন কেনার ক্ষেত্রেও এরকম নিরাপত্তা নিশ্চিত করা উচিত। কারণ আপনি অপরিচিত কারো কাছ থেকে ফোন কিনলে আপনি জানেন না যে সেই ফোনের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা। এতে করে নির্দোষ হয়েও আপনি অনেক আইনি ঝামেলায় পড়ে যেতে পারেন। তাই বিশ্বস্ত কারণ ফোন না হলে অবশ্যই যাচাই বাছাই করে ফোন ক্রয় করবেন।
আর দুর্ঘটনাবশত যদি মোবাইল ফোন হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায় তাহলে কখনোই বিলম্ব না করে দ্রুত আপনার সিম নম্বরটি বন্ধ করে দিন। সাথে সাথে আপনার আত্মীয়স্বজনদের জানিয়ে দিন যে আপনার মোবাইল ফোনটি হারিয়ে গেছে। তারপর আর দেরি না করে নিকটস্থ থানায় গিয়ে মোবাইল চুরির একটি মামলা করুন। কারণ অপরাধীরা চুরি করা মোবাইল দিয়ে নানা অপরাধমূলক কাজে ব্যবহার করতে পারে। সেই সাথে আপনার সিম ব্যবহার করে আত্মীয়-স্বজনদের কাছে ফোন দিয়ে টাকা পয়সা হাতিয়ে নিতে পারে।
সেই সাথে মোবাইল ফোনে ব্যক্তিগত বা স্পর্শকাতর কোন ডকুমেন্টস, ছবি কিংবা ভিডিও রাখবেন না। কারণ কখন মোবাইল ফোন হারিয়ে যায় বা চুরি হয়ে যায় সেটি নিশ্চিত করে বলা যায় না। তাই এ সকল স্পর্শকাতর জিনিসপত্র মোবাইলে রাখা থেকে বিরত থাকুন।
অনেকের ফোনে আবার বিকাশ, নগদ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংকের সফটওয়্যার থাকে। মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সাথে সাথে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে সেই সার্ভিস গুলো বন্ধ করে দিন। সম্প্রতি এরকম মোবাইল ফোন চুরি করার পর ব্যাংক একাউন্ট থেকে অনেক টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
শুধুমাত্র মোবাইল নম্বর দিয়ে পরিচয় বের করার পদ্ধতি সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।