কোরবানির দোয়া ও পশু জ বা ই করার নিয়ম
- আপডেট সময় : ০২:৩৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
সামর্থ্যবান মুসলিমদের উপরে কোরবানি ফরজ। সামনেই পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই ঈদ উপলক্ষে অনেকেই হয়তো জানেন না কোরবানির দোয়া ও পশু জ বা ই করার নিয়ম। চলুন পবিত্র ঈদ উপলক্ষে কোরবানির দোয়া ও অন্যান্য নিয়মগুলি জেনে নেই।
পবিত্র ঈদুল আযহা বা কোরবানির সময় হচ্ছে জিলহজ্ব মাসের ১০ তারিখ থেকে ১২ তারিখ সূর্যাস্তের মুহূর্ত পর্যন্ত। মুসলমানদের জন্য এই ৩ দিনের যেকোনো একদিন কোরবানি করা জায়েজ। তবে এই ৩ দিনের মধ্য প্রথম দিনে কোরবানি করা সবচাইতে উত্তম।
কোরবানির দোয়া ও পশু জবাই করার নিয়ম সম্পর্কে বিভিন্ন হাদিস থেকে সুস্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নবী রাসূল (সা.) নিজ হাতে পশু জ বা ই করতেন।
সেই সাথে রয়েছে কোরবানির পরশু জ বা ই করার বিশেষ নিয়ম এবং কোরবানির দোয়া।
কোরবানির দোয়া অর্থাৎ পশু জ বা ই করার সময় যে দোয়াটি আপনি পড়বেন।
নিজের পশু নিজে জ বা ই করলে নিম্নোক্ত দোয়াটি পড়বেন,
“আল্লাহুম্মা তাকাব্বাল্লহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিও ওয় খালিলিকা ইব্রাহিম”
আর যদি অন্য কারো পশু কোরবানি করেন বা অন্য কেউ আপনার পশু কোরবানি করে দেয় তাহলে নিম্নোক্ত দোয়াটি পড়তে হবে,
“আল্লাহুম্মা তাকাব্বালহু মিনকা মিনকুম কামা তাকাব্বালতক মিন হাবিবিকা মোহাম্মাদিও ওয়া খলিলিকা ইব্রাহিম।
কোরবানির দোয়া ও পশু জ বা ই করার নিয়ম
পশুর জ বা ই করার সময় কোরবানির দোয়া পড়া উত্তম। তবে কেউ যদি বিসমিল্লাহ বলে এই কোরবানি দিয়ে দেয় তাহলে সেটিও শুদ্ধ হয়ে যাবে। তবে কোরবানির দোয়া গুলো সম্পর্কে বিভিন্ন আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। তবে আমাদের দেশে সবচাইতে প্রতি প্রচলিত হাদিসের পরিপ্রেক্ষিতে এই দোয়াগুলোই পড়া হয়।
কোরবানির দোয়া তো জানলেন এবার চলুন জেনে নেই কোরবানির পশু জ বা ই করার কিছু নিয়ম।
কোরবানির পশু জ বা ই করার সময় অবশ্যই খেয়াল রাখবেন পশুর খাদ্যনালী, শ্বাসনালী এবং পাশে থাকা দুটি নালী যেন ভালোভাবে কাটা হয়। এই নালীগুলো কাটা হলে কোরবানি শুদ্ধ হয়ে যায়।
তাছাড়া কোরবানি দেওয়ার আগে ছুরি গুলো ভালোভাবে ধার দিয়ে নিবেন যাতে পশুর কষ্ট না হয়। কোনভাবেই ভোতা বা মরিচা পড়া ছুরি ব্যবহার করবেন না।
এক পশুর সামনে অন্য পশুকে কোরবানি দেবেন না। আর তাছাড়া কোরবানির সময় পশুকে অবশ্যই বাম কাতে শোয়াবেন সে সময় পশুর পা গুলো পশ্চিম দিকে থাকবে।
আশা করি কোরবানির দোয়া ও পশু জ বা ই য়ের নিয়ম সম্পর্কে আপনাদের সুস্পষ্ট ধারণা হয়েছে। তবে এ সকল ব্যাপারে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে কোন বিজ্ঞ আলেমের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন।
সরকারের পক্ষ থেকে এবার কোরবানির পশুর চামড়ার মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এবারের কোরবানির পশুর চামড়ার দাম জানতে এখানে প্রবেশ করুন।