এবারের বাজেটে কমছে যে সকল পণ্যের দাম
- আপডেট সময় : ১০:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৫৭ বার পড়া হয়েছে
আজ ৬ জুন বৃহস্পতিবার বিকেলে উপস্থাপন করা হয়েছে স্বাধীন বাংলাদেশের ৫৩ তম বাজেট। এবারের বাজেটের মূল স্লোগান হচ্ছে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার।
বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে উত্তরণের লক্ষ্যে বেশ কিছু দেশীয় উৎপাদিত পণ্যের শুল্ক কমানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অন্তত ২৮২টি পণ্যের শুল্ক ও সংরক্ষণ শুল্ক পূর্বের বাজেটের তুলনায় হ্রাস পেয়েছে। যার ফলে বাজারে এসকল পণ্যের দাম কমবে।
নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম
সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে এবং দ্রব্যমূলের উর্ধ্বগতি রোধ করতে অন্তত ৩০ প্রয়োজনীয় ও খাদ্য শস্য সরবরাহের উপর থেকে ট্যাক্স কমানো হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, পেঁয়াজ, রসুন, মটর, ছোলা, ভোজ্য তেল, চিনি, শুকনা মরিচ, ময়দা, এলাচ, দারুচিনি ইত্যাদি। এবারের বাজেটে যার ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলোর দাম কিছুটা হলেও কমবে।
প্যাকেটজাত গুড়া দুধ
বাংলাদেশে বহুল পরিমাণ ব্যবহৃত প্যাকেটজাত গুড়া দুধের উপর আমদানি কর কমানো হয়েছে। পূর্বে আড়াই কেজি ওজনের প্যাকেটগুলা দুধের উপর করছিল ৮৯.৩২ শতাংশ। সেটা কমিয়ে করা হয়েছে ৫৮ দশমিক ৬০ শতাংশ।
এবারের বাজেটে কমছে যে সকল পণ্যের দাম
বিদেশী চকলেট
চকলেট সব বয়সী লোকদের কাছে বেশ প্রিয়। এবারের বাজেটে চকলেটের উপরে সম্পূরক শুল্ক ৪৫ পার্সেন্ট থেকে কমিয়ে ২০% করা হয়েছে।
ল্যাপটপের দাম কমবে
তথ্য প্রযুক্তির এই যুগে ল্যাপটপ এবং মোবাইল সবারই একটি প্রয়োজনীয় বস্তু। দিন দিন দেশে তৈরি হচ্ছে মেধাবী ফ্রিল্যান্সার। গত বছরের তুলনায় এবছরে ল্যাপটপের উপর মোট দিতে হচ্ছে ৩১ শতাংশ। সেই কর এবছর কমিয়ে করা হয়েছে ২০.৫০ শতাংশ। আশা করি ক্রেতারা এই বাজেটের পর থেকে আরো কম দামে ল্যাপটপ ক্রয় করতে পারবেন।
এবারের ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আরও যে সকল পণ্যের উপর কর কমানো হয়েছে সেগুলো হলো, নির্মাণ সামগ্রী, বাসা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন রকম সুইচ সকেট এবং হোল্ডার, ইলেকট্রনিক মোটর, মোটরসাইকেল, কিডনির ডায়ালাইসিস করার ফিল্টার এবং যন্ত্রাংশ, কার্পেট, ডেঙ্গু টেস্ট করার কিট এবং ক্যান্সার চিকিৎসার খরচ।
নিত্য প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি এবারের চিকিৎসা সরঞ্জাম এবং বাসাবাড়িতে ব্যবহৃত জিনিসপত্রের দামও কমবে।
এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য গুলোর উপরে কর কমিয়ে দেয়ার কারণে জনজীবনে এবং বাজারে কিছুটা সস্থি নেমে আসতে পারে।
১০ হাজার টাকায় বাজারের সেরা মোবাইল কোনগুলো জানতে এখানে প্রবেশ করুন।