১০ হাজার টাকায় ভালো মোবাইল ২০২৪
- আপডেট সময় : ১২:১৫:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন ছাড়া আমাদের জীবনে একদমই চলে না। কিন্তু বাজেট ও অর্থনৈতিক সমস্যার কারণে খুব বেশি দাম দিয়ে একটি ভালো মোবাইল কেনা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তাই আজকে একদমই অল্প বাজেট ১০ হাজার টাকায় ভালো মোবাইল কোন গুলো সে ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরব। যাতে আপনারা অল্প বাজেটেও একটি ভালো স্মার্টফোন কিনতে পারেন।
শাওমির রেডমি 9A
প্রথমেই আসে শাওমি ব্র্যান্ডে। বাজেট যখন অল্প তখন শাওমি ব্র্যান্ডই সেরা। ১০ হাজার টাকায় ভালো মোবাইল যদি কিনতে চান তাহলে শাওমির রেডমি 9A ফোনটি কিনতে পারেন। অল্প বাজেটের মধ্যেই এই ফোনে পেয়ে যাবেন ২ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। সেই সাথে রয়েছে বড় ডিসপ্লে এবং ৫ হাজার mah এর ব্যাটারি। দেখতে সুন্দর এই ফোনটি ১০ হাজার টাকা বাজেটে বর্তমান বাজারে সেরা। ফোনটির বর্তমান বাজার মূল্য ৯,৯৯৯ টাকা।
১০ হাজার টাকায় ভালো মোবাইল ২০২৪
স্যামসাং গ্যালাক্সি M02
অনেকের আবার স্যামসাং ফোনের প্রতি আলাদা দুর্বলতা কাজ করে। আপনি স্যামসাং ব্র্যান্ডেরও ১০ হাজার টাকায় মধ্যে ভালো মোবাইল পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি M01 এর বর্তমান বাজার মূল্য ৮,৫৯৯ টাকা। আপনি যদি মোটামুটি কথা বলার জন্য এবং ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট ব্যবহার করার জন্য ভালো একটি ফোন চান তাহলে স্যামসাং এর ফোনটি আপনার জন্য সেরা হবে। শাওমির ফোনটির মতো এটাতেও রয়েছে ২ জিবি রেম এবং ৩২ জিবি ফোন মেমোরি। সেই সাথে পেয়ে যাবেন ৫০০০ mah এর বড় ব্যাটারি।
অপ্পো a12
১০ হাজার টাকার ভালো মোবাইলের লিস্টে ওপ্পো ব্র্যান্ডের নাম থাকবে না তা তো হয় না। অপ্পো a12 ফোনটির বর্তমান বাজার মূল্য ৯,৯৯০ টাকা। এই ফোনে বাড়তি সুবিধা হিসেবে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। তাছাড়া ফোনটিতে রয়েছে ৩ জিবি রেম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ক্যামেরা এবং পেছনে রয়েছে ১৩ এবং ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। আপনি যদি ১০ হাজার টাকায় ভালো মোবাইল চান তাহলে আজই নিয়ে নিতে পারেন এই অপ্পো মডেলের সেটটি।
বর্তমান মোবাইলের বাজারে এনালাইসিস করে আমি আপনাদেরকে ১০ হাজার টাকায় ভালো মোবাইলের মধ্যে তিনটি মডেলের বিস্তারিত শেয়ার করেছে। মোটামুটি ইন্টারনেট ব্যবহার, কথা বলা ও অন্যান্য কাজের জন্য তিনটি মোবাইলই সেরা। তবে মোবাইলগুলোর বাজার মূল্য কিছুটা তফাৎ হতে পারে। কারণ প্রতিনিয়তই মোবাইলের দাম বাজারে উঠানামা করে। ১০ হাজার টাকার ভালো মোবাইল চাইলে এই তিনটি যেকোনো একটি নিতে পারেন।
সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা ৩০% হারে বহাল করা হয়েছে। বিস্তারিত জানার জন্য এখানে প্রবেশ করুন।