চুলকানি দূর করার উপায়
- আপডেট সময় : ০১:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ৪৮ বার পড়া হয়েছে
আমাদের অনেক সময় এলার্জির ছাড়াও হঠাৎ করে শরীরের বিভিন্ন অংশে চুলকানি শুরু হতে পারে। এ সকল চুলকানি দূর করার উপায় সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো। চুলকানি খুব একটা সাধারণ ব্যাপার হলেও অনেক সময় অসাধারণ বিরক্তির মধ্যে ফেলে দেয় আমাদেরকে। এতে করে শরীরের বিভিন্ন অংশে ফোসকা পড়ে যায়। অনেকেই আবার চুলকানি দূর করার জন্য বিভিন্ন ধরনের মলম কিংবা ক্রিম ব্যবহার করেন। কিন্তু এ সকল চুলকানির মলম ত্বকের জন্য খুবই ক্ষতিকর।
শুধুমাত্র ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে আপনারা চুলকানি দূর করতে পারবেন। চলুন জেনে নেই চুলকানি দূর করার উপায় গুলো কি কি।
নারিকেল তেলের ব্যবহার
ত্বকে ব্যবহারের জন্য নারিকেল তেল খুবই নিরাপদ। যেকোনো কারণে ত্বকে চুলকানি কিংবা কোন পোকামাকড় কামড় দিলে আপনি সেখানে নিশ্চিন্তে নারিকেল তেল লাগাতে পারেন। এমনকি পুরো শরীরের চুলকানি দূর করার উপায় হিসেবেও নারিকেল তেল ব্যবহার করা যাবে।
পেট্রোলিয়াম জেলি
আপনার ত্বক যদি সাধারনের তুলনায় অনেক বেশি সেনসিটিভ হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এ ধরনের জেলিতে সাধারণত কোন পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না। এটা সবার ঘরেই থাকে তাই চুলকানি দূর করার উপায় হিসেবে এটিকে কাজে লাগাতে পারেন।
চুলকানি দূর করার উপায়
বেকিং সোডা
চুলকানি দূর করার উপায় হিসেবে বেকিং সোডা বেশ ভালো ভূমিকা পালন করে। এর জন্য বেকিং সোডার সাথে কিছু পরিমাণে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর শরীরে যে অংশগুলোতে চুলকায় সেখানে বেকিং সোডার পেস্ট টি লাগিয়ে দিন। চুলকানি দূর করতে আপনি চাইলে বেকিং সোডা দিয়ে গোসলও করতে পারেন। এক বালতি গরম পানিতে এক অথবা দুই কাপ বেকিং সোডা মিশিয়ে কমপক্ষে ৩০ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর সেই পানিতে গোসল করার পর শরীর না ধুয়ে পুরো শরীর শুকিয়ে ফেলুন। এতে শরীরের চুলকানি দূর হয়ে যাবে।
অ্যালোভেরা
রূপচর্চায় অ্যালোভেরার গুণের কথা বলে শেষ করা যাবে না। চুলকানি দূর করতে অ্যালোভেরা কাজে লাগে। শরীরের যেখানে চুলকানি হয় সেখানে তাজা অ্যালোভেরা র রস লাগিয়ে দিন। অনেক দ্রুতই চুলকানি কমে যাবে।
লেবুর ব্যবহার
লেবুর যে কত রকম ব্যবহার আছে তা লিখে শেষ করা যাবে না। চুলকানির স্থানে সামান্য পরিমাণ লেবুর রস লাগিয়ে দিন অল্প কিছুক্ষণের ভিতরে চুলকানি চলে যাবে।
চুলকানি দূর করার উপায় গুলি আশা করি ভালোভাবে বুঝে গেছেন। তবে এসকল পদ্ধতি গুলো অবলম্বন করেও যদি আপনার চুলকানি দূর না হয় তাহলে দেরি না করে অতিসত্বর চিকিৎসকের পরামর্শ নিন।
আরাফার দিনের বিশেষ আমল এবং রোজা সম্পর্কে জানতে এখানে প্রবেশ করুন।