ভারতের নতুন কোচ কে হবেন তা নিয়ে মুখ খুললেন
- আপডেট সময় : ০৫:৪০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪ ৪২ বার পড়া হয়েছে
ক্রিকেট জগতে বেশ কিছুদিন ধরেই আলোচনা হচ্ছে ভারতের নতুন কোচ কে হবেন তা নিয়ে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্য দিয়ে ভারতের ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে। রাহুল দ্রবিড়ের পর ভারতের নতুন কোচ কে হবেন তা নিয়ে গৌতম গম্ভীরের নাম সবচাইতে বেশি সামনে আসছে।
এতদিন শুধু বিভিন্ন আলোচনা হয়েছে গৌতম গম্ভীর কে নিয়ে। কিন্তু এবার গৌতম গম্ভীর নিজের মুখ খুললেন ভারতের নতুন কোচ কে হবেন তা নিয়ে।
গতকাল দুবাইতে শিশুদের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর। সেখানে বক্তব্যের একটি অংশে তিনি বলেন ভারতের ক্রিকেট দলকে কোচিং করাতে পারলে আমরা অনেক ভালো লাগবে। এর চেয়ে সম্মানের আর কি হতে পারে। ১৪০ কোটি মানুষের দেশের প্রিয় ক্রিকেট দলের কোচ হওয়াটা বিশাল সম্মানের ব্যাপার। ভারতের বাইরে ও কোটি কোটি ভারতীয় রয়েছে পৃথিবী জুড়ে। তাই ভারতের কোচ হয়ে প্রতিনিধিত্ব করার চাইতে বড় পাওয়া জীবনে আর কি হতে পারে।
গৌতম গম্ভীরের ক্যারিয়ারে অবশ্য কোন দলকে কোচিং করানোর বাস্তব অভিজ্ঞতা নেই। ঘরোয়া কিংবা আন্তর্জাতিক কোন অবস্থাতেই তিনি কখনো কোচিং করাননি। তবে আইপিএলের হয়ে দুইটি মৌসুমে মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন গৌতম গম্ভীর। এ থেকে অনেকটাই আন্দাজ করা যাচ্ছে এবারের ভারতের নতুন কোচ কে হতে যাচ্ছেন।
ভারতের নতুন কোচ কে হবেন তা নিয়ে মুখ খুললেন
গৌতম গম্ভীরের ক্যারিয়ারে ভারতের হয়ে ২ টি বিশ্বকাপ জিতেছে। একটি হচ্ছে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অপরটি হচ্ছে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ। অবশ্য ভারতের কোচ হলে কলকাতার দায়িত্ব থাকে ছেড়ে দিতে হবে তাকে।
ভারতের বর্তমান কোচ রাহুল দ্রবিড়ের মেয়াদ শেষ হয়ে যাবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর। নতুন কোচ হিসেবে তিনি তার রেজিস্ট্রেশন নবায়ন করেননি এ ব্যাপারে আগেই নিশ্চিত হওয়া গিয়েছে। তাই অবশ্যই ভারতের নতুন কোচ কে হবে সেটা নিয়ে প্রস্তুতি চলছে। ভারতের নতুন কোচ কে হবে সেটা নিয়ে ক্রিকেট বোর্ড ইতি মধ্যে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন। সেখানে দেশি-বিদেশে বিভিন্ন নামি দামি ক্রিকেটাররা আবেদন করেছেন।
অবশ্য ক্রিকেট বোর্ডের মুখপাত্র জয় শাহ সাংবাদিকদের কে বলেছেন ভারত দলের নতুন কোচ হিসেবে তারা একজন ভারতীয়কেই চাচ্ছেন। এ থেকে আরো অনুমান করা যায় ভারতের পরবর্তী ক্রিকেট কোচ হতে পারেন গৌতম গম্ভীর।
অবশ্য ভারতের নতুন কোচ কে হবে তা নিয়ে যে আবেদন গ্রহণ প্রক্রিয়া চলছিল তা শেষ হয়ে গিয়েছে গত ২৭ মে। তিনি নতুন কোচ হিসেবে গৌতম গম্ভীর আবেদন করেছেন কিনা তা ব্যাপারে কিছু বলেননি।
আপনার স্মার্টফোনটি অতিরিক্ত গরম হওয়ার কারণ কি জানতে এখানে প্রবেশ করুন।